Gold Jewelery: মেয়ের বিয়ের জন্য সোনার গয়না কিনছেন? এই টিপসগুলি মাথায় রাখলে ঠকবেন না

Buying Gold: সোনা কেনার সময়ে তার গুণমানের উপরও বিশেষ নজর দিন। হলমার্ক দেখে তবেই সোনা কেনা উচিত। কারণ হলমার্ক হল সোনার অফিসিয়াল গ্যারান্টি। 

| Edited By: | Updated on: Feb 20, 2023 | 6:30 AM
নয়া দিল্লি: সামনেই বিয়ে? তবে কেনাকাটার তালিকায় সবার উপরেই থাকে সোনার গয়না। বাড়ির মেয়ের বিয়ে হোক বা পুত্রবধূকে বরণ, সোনার গয়না চাই-ই চাই। তবে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে গয়না কেনা রীতিমতো কষ্টসাধ্য হয়ে উঠছে। অনেকেই আবার গয়না কিনতে গিয়ে সঠিক গুণমান যাচাই না করায়, ঠকে যান। আপনারও যদি সোনার গয়না কেনার পরিকল্পনা থাকে, তবে দোকানে যাওয়ার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন।

নয়া দিল্লি: সামনেই বিয়ে? তবে কেনাকাটার তালিকায় সবার উপরেই থাকে সোনার গয়না। বাড়ির মেয়ের বিয়ে হোক বা পুত্রবধূকে বরণ, সোনার গয়না চাই-ই চাই। তবে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে গয়না কেনা রীতিমতো কষ্টসাধ্য হয়ে উঠছে। অনেকেই আবার গয়না কিনতে গিয়ে সঠিক গুণমান যাচাই না করায়, ঠকে যান। আপনারও যদি সোনার গয়না কেনার পরিকল্পনা থাকে, তবে দোকানে যাওয়ার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন।

1 / 5
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

2 / 5
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

3 / 5
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

4 / 5
যদি কোনও গয়না ব্যবসায়ী বলেন যে তিনি ২৪ ক্যারাটের সোনার গয়না দিচ্ছেন, তবে বুঝবেন তা ভুয়ো। কারণ ২৪ ক্য়ারাট হল নিখাদ সোনা, যা দিয়ে গয়না তৈরি হয় না। সাধারণত ২২ ক্যারাটের সোনা দিয়ে গয়না তৈরি হয়।

যদি কোনও গয়না ব্যবসায়ী বলেন যে তিনি ২৪ ক্যারাটের সোনার গয়না দিচ্ছেন, তবে বুঝবেন তা ভুয়ো। কারণ ২৪ ক্য়ারাট হল নিখাদ সোনা, যা দিয়ে গয়না তৈরি হয় না। সাধারণত ২২ ক্যারাটের সোনা দিয়ে গয়না তৈরি হয়।

5 / 5
Follow Us: