নয়া দিল্লি: একসময় রেলের জন্য আলাদা বাজেট পেশ করা হত। পরে সেই নিয়ম বদলে যায়। বর্তমানে একটিই সাধারণ বাজেট পেশ করা হয়, তবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা পায় রেল বাজেট। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। কোন খাতে বরাদ্দ বাড়ানো হবে, তা এখনও স্পষ্ট না হলেও কোনও বড় ‘উপহার’ দিতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।
সূত্রের খবর, রেলের জন্য সার্বিকভাবে বরাদ্দ বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। আগামী ২৩ জুলাই সাধারণ বাজেট প্রবীণ নাগরিকদের বড় স্বস্তি দিতে পারে বলে আশা করা হচ্ছে। ট্রেনের টিকিটে তাঁদের আগে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হত, সেটাই আবার ফেরানো হবে বলে মনে করা হচ্ছে।
কোভিডের আগে, সরকারি নিয়ম ছিল, প্রবীণ নাগরিকরা ট্রেনের টিকিটে ছাড় পাবেন। ষাটোর্ধ্ব পুরুষেরা ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেতেন, আর ষাটোর্ধ্ব মহিলারা টিকিটে ৫০ শতাংশ ছাড় পেতেন। ২০১৯ সালের শেষ পর্যন্ত শতাব্দী, জন শতাব্দী, রাজধানী, মেল এবং এক্সপ্রেস ট্রেনের ট্রেন টিকিটে এই ছাড় দিত সরকার। রাজধানী ট্রেনের ফার্স্ট ক্লাস এসি টিকিটের দাম যদি ৪ হাজার টাকা হয়, তাহলে প্রবীণ নাগরিকদের জন্য এর দাম হত মাত্র ২০০০ টাকা বা ২৩০০ টাকা।
কোভিডের সময়ে তা বন্ধ করে দেওয়া হয়। ২০১৯ সালের শেষ থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কোভিড মহামারীর কারণে রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছিল। এমন পরিস্থিতিতে খরচ মেটাতে এই বিশেষ ছাড় বাতিল করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার।