AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mobile Number Change: ব্যাঙ্কে না গিয়েই কী ভাবে বদলাবেন মোবাইল নম্বর

এই কাজ করার জন্য ব্যাঙ্কের ব্রাঞ্চে না গেলেও চলবে।

Mobile Number Change: ব্যাঙ্কে না গিয়েই কী ভাবে বদলাবেন মোবাইল নম্বর
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Mar 14, 2023 | 7:45 AM
Share

নয়াদিল্লি: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল লিঙ্ক করা এখন বাধ্যতামূলক। অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করার মোবাইল নম্বরেই আসে বিভিন্ন ওটিপি। যার মাধ্যমে লেনদেন সম্পন্ন করা যায়। কিন্তু ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি মোবাইল নম্বর লিঙ্ক করা আছে। কিন্তু কোনও কারণে সেই নম্বরটি আপনি বদলাতে চাইছেন। বদলে অন্য নম্বর যুক্ত করতে চাইছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। এই কাজ করার জন্য ব্যাঙ্কের ব্রাঞ্চে না গেলেও চলবে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন আপনি। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে স্বচ্ছন্দ না হলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের এটিএমে গিয়েও আপনি বদলে ফেলতে পারেন মোবাইল নম্বর। জেনে নিন কী ভাবে এই নম্বর পরিবর্তন করবেন।

ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নম্বর পরিবর্তন

ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নম্বর পরিবর্তন করতে আপনাকে প্রথমে যেতে হবে www.onlinesbi.com এ। এর পর ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তার পর ‘মাই অ্যাকাউন্টেস’-এর গিয়ে ‘প্রোফাইল’ অপশনের ভিতরে ‘পার্সোনাস ডিটেলস’-এ গিয়ে চেঞ্জ মোবাইল নম্বর অপশনে যেতে হবে। সেখানেই পাওয়া যাবে মোবাইল নম্বর পরিবর্তনের সুযোগ। মোবাইল নম্বর পরিবর্তনের জন্য একটি পৃথক পেজ খুলে যাবে। সেখানেই প্রয়োজনীয় তথ্য দিলে পরিবর্তন হবে নম্বর।

এটিএম-এর সাহায্য মোবাইল নম্বর পরিবর্তনের

এসবিআই এটিএম-এ গিয়ে এটিএম কার্ড পাঞ্চ করতে হবে। এবং এটিএম পিন দিতে হবে। তখন স্ক্রিনে বেশ কিছু অপশন ভেসে উঠবে। তাতেই থাকবে মোবাইল নম্বর রেজিস্ট্রেশনের অপশন। সেখানে গিয়ে পাওয়া যাবে চেঞ্জ মোবাইল নম্বর অপশন। সেই অপশনে যাওয়ার পর পুরনো মোবাইল নম্বর দিতে হবে এবং তা যাচাই করতে হবে। এর পরই নতুন নম্বর এন্টারের সুযোগ আসবে। নতুন নম্বর এন্টারের পর তা যাচাই করতে হবে ওটিপির মাধ্যমে। নতুন ও পুরনো নম্বর ২টি পৃথক ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই নতুন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে নথিভুক্ত হয়ে যাবে।