‘সৃজনশীলতা’র নতুন অ্যাপ, ChatGPT-র Sora কি ক্ষতিকর আপনার জন্য?
Open AI, ChatGPT Sora: নতুন এই অ্যাপ নিয়ে উচ্ছ্বাসের মধ্যেই রয়েছে বড় উদ্বেগ। সামাজিক মাধ্যমের খারাপ দিকগুলির কথা মনে করিয়ে ওপেন এআই নিজেই সতর্ক, জানিয়েছেন স্যাম। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁরা আশঙ্কা করছেন, এই পরিষেবা অত্যন্ত অ্যাডিক্টিভ হয়ে উঠতে পারে।

ভিডিয়ো তৈরির ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে বাজারে আসছে ‘Sora’ অ্যাপ। ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান এটিকে বলেছেন সৃজনশীলতার ক্ষেত্রে এক অবিশ্বাস্য মুহূর্ত। কিন্তু কেন? কারণ নতুন এই অ্যাপ সহজে এবং দ্রুত যে কোনও ভাবনা থেকে ভিডিয়ো তৈরি করে দেবে। নতুন এই অ্যাপে ব্যবহার করা হয়েছে Sora 2 মডেল। এই মডেল ব্যবহার করে ভিডিয়ো তৈরি, দেখা বা শেয়ার করা হবে আরও সহজ।
ডেভেলপাররা মনে করছেন, এর ফলে সৃজনশীলতার ক্ষেত্রে এক ঘটাতে চলেছে সোরা। শিল্প ও বিনোদনের গুণমান এক লাফে অনেকটাই বাড়তে পারে। এই বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন স্যাম অল্টম্যান।
We are launching a new app called Sora. This is a combination of a new model called Sora 2, and a new product that makes it easy to create, share, and view videos.
This feels to many of us like the “ChatGPT for creativity” moment, and it feels fun and new. There is something…
— Sam Altman (@sama) September 30, 2025
আশঙ্কা কোথায়?
নতুন এই অ্যাপ নিয়ে উচ্ছ্বাসের মধ্যেই রয়েছে বড় উদ্বেগ। সামাজিক মাধ্যমের খারাপ দিকগুলির কথা মনে করিয়ে ওপেন এআই নিজেই সতর্ক, জানিয়েছেন স্যাম। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁরা আশঙ্কা করছেন, এই পরিষেবা অত্যন্ত অ্যাডিক্টিভ হয়ে উঠতে পারে। এটি এমন একটি ‘স্লপ ফিড’-এ পরিণত হতে পারে, যেখানে কেবল রিলস দেখার প্রবণতা বাড়ে। অর্থাৎ, সঠিক ভাবে ব্যবহার না করলে এই অ্যাপ মানুষের ব্রেন রট আরও তরান্বিত করতে পারে।
এই বিপদ এড়াতে ডিপফেক প্রতিরোধ এবং অবৈধ বা অস্বস্তিকর কনটেন্টের উপর কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সোরার মূল লক্ষ্য হল যাতে ব্যবহারকারীরা যেন নিজস্ব ফিডের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে—সেটা রিল্যাক্সিং ভিডিয়ো হোক বা একটি নির্দিষ্ট কোনও টপিকের উপরই হোক। এ ছাড়াও তাঁরা চাইছেন সৃজনশীলতাকেই অগ্রাধিকার দিতে। ফলে, এর ব্যবহারকারীকে কেবল দর্শক নয়, স্রষ্টা হতে উৎসাহিত করবে তারা।
নির্মাতারা বলছেন, ছয় মাস পর যদি ব্যবহারকারীরা মনে করেন Sora ব্যবহারের ফলে তাঁদের জীবন আরও ভাল হয়েছে, তবেই এই পরিষেবা সফল। অন্যথায়, তাঁরা এই অ্যাপে একাধিক বড় পরিবর্তন নিয়ে আসবেন। প্রযুক্তির এই নতুন জোয়ার কী সত্যিই সমাজের জন্য ইতিবাচক হবে? সে দিকেই এখন তাকিয়ে রয়েছেন বিশেষজ্ঞরা।
