AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elon Musk-এর নতুন AI, ChatGPT থেকে Google, সবাইকে বলে বলে দশ গোল দেবে Grok 4!

Grok 4: কেমন হবে এই গ্রক ৪? মাস্ক বলছেন একজন গ্র্যাজুয়েট পাস বা পিএইচডি লেভেলে পড়াশোনা করা কোনও ব্যক্তির মতোই স্মার্ট হবে এই এআই।

Elon Musk-এর নতুন AI, ChatGPT থেকে Google, সবাইকে বলে বলে দশ গোল দেবে Grok 4!
Image Credit: Thomas Fuller/SOPA Images/LightRocket via Getty Images
| Updated on: Jul 15, 2025 | 11:44 AM
Share

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এবার বিরাট ঘোষণা টেসলার সিইও ইলন মাস্কের। আর তাঁর এই ঘোষণা বাস্তবের রূপ নিয়ে বাজারে এলে বিরাট চাপে পড়তে চলেছে চ্যাট জিপিটি বা গুগল এআইয়ের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্মগুলো। মাস্ক ইতিমধ্যেই ঘোষণা করেছে এবার বাজারে আসতে চলেছে গ্রক ৪।

কেমন হবে এই গ্রক ৪? মাস্ক বলছেন একজন গ্র্যাজুয়েট পাস বা পিএইচডি লেভেলে পড়াশোনা করা কোনও ব্যক্তির মতোই স্মার্ট হবে এই এআই। তিনি আরও বলেন, গ্রক ৪ সমস্ত সমস্যার সমাধান করে দেবে। এমনকি যে সব প্রশ্নের উত্তর কোনও বইতে নেই, সেই সব প্রশ্নের উত্তরও দিয়ে দেবে গ্রক ৪।

ইলন মাস্ক দাবি করেন এখনও পর্যন্ত যে এসব এআই রয়েছে তাদের বলে বলে দশ গোল দেবে গ্রকের এই নতুন ভার্সন। গ্রক তার নিজের যে কাজ, তা ভালভাবেই করতে পারবে বলে আশাবাদী মাস্ক। এবং গ্রক যে আগামীতে তাঁকে গর্বিত করবে, তা নিয়ে তিনি যেন এখন থেকেই নিশ্চিন্ত।