PF-র টাকা এবার ATM-এই! কবে থেকে টাকা তুলতে পারবেন?
ATM: ইপিএফও-র তরফে ঘোষণা করা হয়েছে, এবার টাকার প্রয়োজন পড়লে পিএফ অফিসে হত্যে দেওয়ার প্রয়োজন পড়বে না। সরাসরি এটিএম থেকেই পিএফের টাকা তোলা যাবে।

নয়া দিল্লি: কর্মীদের ভবিষ্যত সঞ্চয়ের অন্যতম পন্থা হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও। অবসরের পর পিএফের তহবিল থেকেই টাকা তোলেন। তবে প্রয়োজন পড়লে অবসরের আগেও পিএফ থেকে টাকা তোলা যায়।
সম্প্রতিই কেন্দ্রের তরফে পিএফ-এ বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। ইপিএফও ৩.০ চালু করার ঘোষণা করা হয়েছে, যেখানে কর্মীদের নানা সুবিধা দেওয়া হবে। এর মধ্যে অন্যতম হল এটিএম থেকে টাকা তোলা।
ইপিএফও-র তরফে ঘোষণা করা হয়েছে, এবার টাকার প্রয়োজন পড়লে পিএফ অফিসে হত্যে দেওয়ার প্রয়োজন পড়বে না। সরাসরি এটিএম থেকেই পিএফের টাকা তোলা যাবে। কবে থেকে এই টাকা তোলা যাবে? এই প্রশ্নই এখন সকলের মনে।
শোনা যাচ্ছিল, চলতি বছরের জানুয়ারি মাস থেকেই এটিএমের পরিষেবা পাওয়া যাবে। তবে সেই পরিষেবা চালু হয়নি। রিপোর্ট অনুযায়ী, তলতি বছরের মে-জুন মাসের মধ্যেই গ্রাহকরা এটিএম থেকে পিএফের টাকা তুলতে পারবেন।
কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সূত্রে খবর, যে সব গ্রাহকের পিএফ নম্বরের সঙ্গে আধার ও ফোন নম্বর লিঙ্কড, তারাই এই সুূবিধা পাবেন। তবে চাইলেই এটিএম থেকে পিএফের টাকা তুলে নিতে পারবেন না। পিএফের টাকা তোলার ক্ষেত্রে যাবতীয় মাপকাঠি মেনে আবেদন করতে হবে। সেই আবেদন মঞ্জুর হলে তবেই পিএফ থেকে টাকা তোলা যাবে।

