AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO: আপনার বিয়ের খরচ আসবে EPFO থেকেই, কত টাকা তোলা যায় জানেন?

EPF Withdrawal News: আগে নিজের বিয়ের জন্য বা ভাই-বোন কিংবা সন্তানের বিয়ের জন্য সর্বাধিক তিনবার টাকা তোলা যেত। এখন সেই সীমা বাড়িয়ে পাঁচবার করা হয়েছে। আগে বিয়ের জন্য পিএফ খাত থেকে টাকা তোলার জন্য কমপক্ষে সাত বছর চাকরি করতে হত।

EPFO: আপনার বিয়ের খরচ আসবে EPFO থেকেই, কত টাকা তোলা যায় জানেন?
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Dec 14, 2025 | 1:32 PM
Share

নয়া দিল্লি: সরকারি-বেসরকারি চাকরীজীবীদের ভবিষ্যত সুরক্ষা করার জন্য রয়েছে প্রভিডেন্ট ফান্ড (Provident Fund)। ভবিষ্যতের আর্থিক তহবিল হলেও, বিশেষ কোনও দরকারে অবসরের আগেই প্রভিডেন্ট ফান্ড বা পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। তা সে চিকিৎসার খরচ হোক বা বাড়ি বানাতে কিংবা বিয়ের খরচ। এখন বিয়ের মরশুম চলছে। সামনেই অনেকের বিয়ে। হঠাৎ যদি বেশ কিছু টাকার প্রয়োজন হয়, তাহলে ধার-দেনা করার বদলে অনেকেই পিএফ থেকে টাকা তোলা শ্রেয় বলে মনে করেন। বিয়ের জন্য পিএফ থেকে কত টাকা তোলা যায় জানেন?

সম্প্রতিই ইপিএফও(EPFO)-র নিয়ম অনেক সরলীকরণ করা হয়েছে।  বিয়ের জন্য পিএফের টাকা তোলাও সহজ হয়ে গিয়েছে। আগে পিএফ অ্যাকাউন্টে জমা অর্থের একটা নির্দিষ্ট অঙ্কই তোলা যেত। এখন কর্মচারীরা নিজেদের ও সংস্থার- দুই তহবিল থেকেই টাকা তুলতে পারেন এবং প্রয়োজনে একাধিকবার বিয়ের জন্য টাকা তোলা যায়।

আগে নিজের বিয়ের জন্য বা ভাই-বোন কিংবা সন্তানের বিয়ের জন্য সর্বাধিক তিনবার টাকা তোলা যেত। এখন সেই সীমা বাড়িয়ে পাঁচবার করা হয়েছে। আগে বিয়ের জন্য পিএফ খাত থেকে টাকা তোলার জন্য কমপক্ষে সাত বছর চাকরি করতে হত। এখন সেই নিয়মও শিথিল করা হয়েছে। ১২ মাস অর্থাৎ এক বছর চাকরি করলেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়।

এর আগে বিয়ের কারণ দেখিয়ে যদি কেউ পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চাইতেন, তাহলে তাদের বিয়ের কার্ড সহ একাধিক নথি জমা দিতে হত। এখন এই সমস্ত নথি জমা দেওয়ার প্রয়োজনও পড়ে না। একটা আবেদন করলেই হল।

পিএফের অ্যাকাউন্ট থেকে আগে একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই টাকা তোলা যেত, এখন নিয়ম শিথিল হওয়ায়, গ্রাহকরা চাইলে ১০০ শতাংশ টাকাই তুলে ফেলতে পারেন।