AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO Update: আর হাজার টাকা নয়, ১১ বছর পর PF-এ পেনশন বাড়তে চলেছে?

EPFO: শেষবার ২০১৪ সালে পেনশন বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছিল। তবে বর্তমানে মূল্যবৃদ্ধির সময়ে ১ হাজার টাকা পেনশনে কী হয়? পেনশনভোগীদের ন্যূনতম খরচও বহন হয় না এই টাকায়। বিভিন্ন সরকারি কর্মী ইউনিয়ন কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছিল এই বিষয়ে নজর দেওয়ার জন্য।

EPFO Update: আর হাজার টাকা নয়, ১১ বছর পর PF-এ পেনশন বাড়তে চলেছে?
ফাইল চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Oct 13, 2025 | 2:39 PM
Share

নয়া দিল্লি: ইপিএফও নিয়ে বড় আপডেট। এবার কি প্রভিডেন্ট ফান্ডে পেনশন বাড়বে? জল্পনা এমনটাই। প্রায় এক দশকেরও বেশি সময় পরে এই পেনশন বাড়তে পারে। কত টাকা পেনশন হবে ইপিএফও গ্রাহকদের?

আজ, ১৩ অক্টোবর সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ, যা ইপিএফও-র নিয়ামক সংস্থা, তাদের আজ বৈঠক চলছে। পিএফ সংক্রান্ত একাধিক ইস্যু নিয়ে আলোচনা হবে। তার মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হল এমপ্লয়িজ পেনশন স্কিমে ন্যূনতম পেনশন ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করার পরামর্শ দেওয়া হয়েছে।

শেষবার ২০১৪ সালে পেনশন বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছিল। তবে বর্তমানে মূল্যবৃদ্ধির সময়ে ১ হাজার টাকা পেনশনে কী হয়? পেনশনভোগীদের ন্যূনতম খরচও বহন হয় না এই টাকায়। বিভিন্ন সরকারি কর্মী ইউনিয়ন কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছিল এই বিষয়ে নজর দেওয়ার জন্য। রিপোর্ট অনুযায়ী, শ্রম মন্ত্রক বিষয়টি পর্যালোচনা করে দেখেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের বৈঠকেই হতে পারে।

শোনা যাচ্ছে, পেনশন বাড়ানোর পাশাপাশি ইপিএফও ৩.০ চালু করা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজকের বৈঠকে। ইপিএফও ৩.০ চালু হলে এটিএমের মাধ্যমে পিএফের টাকা তোলা যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে টাকা সহজে তোলা, ট্রান্সফারের মতো পরিষেবা আরও সহজ হবে।