AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PF-র নিয়মে আসছে বিরাট বদল, রিটায়ার করার আগেই তুলে ফেলতে পারবেন সম্পূর্ণ টাকা

EPFO Rules: সূত্রের খবর, এখনও নির্দিষ্ট কোনও সময় ধার্য না করা হলেও, আগামী ১ বছরের মধ্যেই পিএফের টাকা তোলার নিয়মে পরিবর্তন আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, "আমরা ইপিএফও সদস্য়দের উপরে নিষেধাজ্ঞা চাপাতে চাই না।"

PF-র নিয়মে আসছে বিরাট বদল, রিটায়ার করার আগেই তুলে ফেলতে পারবেন সম্পূর্ণ টাকা
ফাইল চিত্র।Image Credit: Getty Images
| Updated on: Sep 24, 2025 | 3:49 PM
Share

নয়া দিল্লি: ইপিএফও নিয়ে বড় আপডেট। বদলাতে চলেছে পিএফের টাকা (EPFO Withdrawal) তোলার নিয়ম। এবার আপনার পিএফ অ্যাকাউন্টে জমা টাকার উপরে থাকবে আরও বেশি নিয়ন্ত্রণ। আপনি স্বাধীনভাবে তুলতে পারবেন টাকা।

মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, ইপিএফও-তে টাকা তোলার নিয়ম আরও শিথিল করার পরিকল্পনা করছে কেন্দ্র। অবসরের আগেই পিএফ অ্যাকাউন্ট থেকে নানা কারণে টাকা তোলা যায়। এবার বাড়ি, বিয়ে বা পড়াশোনার জন্য আপনি পিএফ অ্যাকাউন্ট থেকে আরও সহজে টাকা তোলা যাবে।

সূত্রের খবর, এখনও নির্দিষ্ট কোনও সময় ধার্য না করা হলেও, আগামী ১ বছরের মধ্যেই পিএফের টাকা তোলার নিয়মে পরিবর্তন আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, “আমরা ইপিএফও সদস্য়দের উপরে নিষেধাজ্ঞা চাপাতে চাই না। এটা তাদের টাকা, নিজের প্রয়োজন অনুযায়ী এই টাকা খরচ করার স্বাধীনতা থাকা উচিত।”

বর্তমানে ইপিএফও সদস্যরা অবসরের বয়স অর্থাৎ ৫৮ বছর বয়সে পিএফের সম্পূর্ণ টাকা তুলতে পারেন। অথবা যদি দুই মাস বেকার থাকেন, তাহলে পিএফের টাকা তুলতে পারেন। তবে কেউ চাইলে পিএফের আংশিক টাকা তুলতে পারেন বিশেষ কিছু কারণে। যদি কেউ ৭ বছর চাকরি করেন এবং বিয়ের জন্য টাকা তুলতে চান, তবে পিএফ অ্যাকাউন্ট থেকে ৫০ শতাংশ টাকা তুলতে পারেন। নিজের বিয়ে ছাড়াও, ভাইবোনের বিয়ে বা সন্তানের বিয়ের জন্যও পিএফের টাকা তুলতে পারেন।

যদি কেউ বাড়ি তৈরির জন্য টাকা তুলতে চান, তবে জমা অর্থের ৯০ শতাংশ তুলে নিতে পারেন। তবে এক্ষেত্রে ওই সম্পত্তি পিএফ অ্যাকাউন্ট হোল্ডার বা তার স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পত্তির নামে হতে হবে। তবে এর জন্য অন্তত তিন বছর কাজ করতে হবে।

উচ্চশিক্ষার জন্যও পিএফের জমা অর্থের ৫০ শতাংশ টাকা তোলা যায়। এর জন্য ৭ বছর কাজ করতে হবে।

প্রসঙ্গত, গত জুলাই মাসেই কেন্দ্রীয় সরকার ইপিএফও-তে নতুন ফ্রেমওয়ার্ক আনার কথা বলেছিল। সেই সময় প্রস্তাবনায় বলা হয়েছিল যে প্রতি ১০ বছর অন্তর ইপিএফও গ্রাহক তার অ্যাকাউন্টের সম্পূর্ণ অর্থ তুলে নিতে পারবেন। বিশেষজ্ঞরাও জানিয়েছেন যে পিএফের নিয়ম শিথিল হলে, গ্রাহকরা বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের যারা, তারা উপকৃত হবেন। প্রয়োজনের সময় তাদের আর্থিক সঙ্কটের মুখে পড়তে হবে না।