AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fact Check: আর পাঠাতে পারবেন না ‘চিঠি’, সত্যিই কি বন্ধ হয়ে গেল Registered Post?

Fact Check, Registered Post: অফিসিয়াল চিঠিপত্র থেকে আদালতের সমন সবই দেওয়া নেওয়ার প্রধান মাধ্যম ছিল রেজিস্টার্ড পোস্ট। কিন্তু ভারতীয় ডাকের একটি সিদ্ধান্তে এই রেজিস্টার্ড পোস্ট এবার মিশে গেল স্পিড পোস্টের সঙ্গেই।

Fact Check: আর পাঠাতে পারবেন না 'চিঠি', সত্যিই কি বন্ধ হয়ে গেল Registered Post?
Image Credit: Getty Images
| Updated on: Aug 12, 2025 | 4:59 PM
Share

খামে বন্ধ চিঠি। তার উপর ভারতীয় ডাকের একটা সিল। এই ছিল রেজিস্টার্ড পোস্ট। একটা সময় দেশের সাধারণ মানুষের কাছে ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। যে ভারতের সাধারণ মানুষের কাছে ফোনের সংযোগ ছিল লিমিটেড, মোবাইল বা ইন্টারনেট ছিল লাক্সারির সমান। এমনকি স্পিড পোস্টে চিঠি পাঠাতেও ছিল কিছুটা বেশি খরচের ধাক্কা। সেখানে রেজিস্টার্ড পোস্ট ছিল সস্তায় মানুষের খবর মানুষের কাছে পাঠিয়ে দেওয়ার একটা মাধ্যম। আর এবার রেজিস্টার্ড পোস্টের ৫০তম বছরেই সেই পরিষেবা বন্ধ করে দিল ভারতীয় ডাক। বা বলা ভাল, স্পিড পোস্টের সঙ্গে মার্জ হয়ে গেল রেজিস্টার্ড পোস্টের সমস্ত কাজ।

অফিসিয়াল চিঠিপত্র থেকে আদালতের সমন সবই দেওয়া নেওয়ার প্রধান মাধ্যম ছিল রেজিস্টার্ড পোস্ট। কিন্তু ভারতীয় ডাকের একটি সিদ্ধান্তে এই রেজিস্টার্ড পোস্ট এবার মিশে গেল স্পিড পোস্টের সঙ্গেই। ফলে, ডাকে চিঠি পাঠিয়ে সেই অপেক্ষা, বা কাউকে চিঠি পাঠিয়ে তার প্রত্যুত্তরের অপেক্ষা আর করবে না মানুষ। এমনিই ইমেল, হোয়াটসঅ্যাপ বা ক্যুরিয়ারের দুনিয়ায় অচল হয়ে পড়ছিল রেজিস্টার্ড পোস্ট। আর এবার একেবারেই বিদায়ঘণ্টা বেজে গেল তার।

এই নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করা হয়েছে ইন্ডিয়া পোস্টের তরফে। সেখানে তারা বলছে, ‘রেজিস্টার্ড পোস্ট বন্ধ করে দেওয়া হয়নি। ভারতীয় ডাক তাদের পরিষেবা উন্নত করেছে। ফলে স্পিড পোস্টের সঙ্গে রেজিস্টার্ড পোস্টের পরিষেবা মার্জ করে দেওয়া হয়েছে”।