AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Financial Freedom: লটারি নয়, এই নিয়ম মেনে বিনিয়োগেই ১ কোটি জমিয়ে ফেললেন এই দম্পতি!

1 Crore Savings By An Couple: এই দম্পতির বর্তমান মাসিক উপার্জন ২ লক্ষ ৬০ হাজার টাকা থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকার মধ্যে। আর সেখান থেকে টাকা জমিয়ে তাঁরা এই ১ কোটির মোট সম্পত্তি পেরিয়ে গিয়েছেন। সেই খরগোশ ও কচ্ছপের গল্পের কচ্ছপের মতো 'স্লো বাট স্টেডি' নীতি নিয়েছিলেন তাঁরা।

Financial Freedom: লটারি নয়, এই নিয়ম মেনে বিনিয়োগেই ১ কোটি জমিয়ে ফেললেন এই দম্পতি!
Image Credit: sarayut Thaneerat/Moment/Getty Images
| Updated on: Oct 06, 2025 | 4:09 PM
Share

একদিকে দেশ যেমন মেতে উঠেছিল দুর্গাপুজো নিয়ে। সেই সময়ই ভাইরাল হল এক অর্থনৈতিক সাফল্যের গল্প। ২৯ বছর বয়সী এক ব্যক্তি ও তাঁর স্ত্রীর মোট সম্পত্তি পেরিয়ে গেল ১ কোটি টাকা। কিন্তু এই গল্প একেবারেই রাতারাতি বড়োলোক হওয়ার গল্প নয়। বিরাট কোনও ঝুঁকি নিয়েছেন তাঁরা, এমনও নয়।

এই দম্পতির বর্তমান মাসিক উপার্জন ২ লক্ষ ৬০ হাজার টাকা থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকার মধ্যে। আর সেখান থেকে টাকা জমিয়ে তাঁরা এই ১ কোটির মোট সম্পত্তি পেরিয়ে গিয়েছেন। সেই খরগোশ ও কচ্ছপের গল্পের কচ্ছপের মতো ‘স্লো বাট স্টেডি’ নীতি নিয়েছিলেন তাঁরা।

২০২১ সালে ওই দম্পতি তাঁদের এই সঞ্চয় শুরু করেন। সেই সময় তাঁদের কাছে ছিল মাত্র ২০ লক্ষ টাকা। আর সেই সময় তাঁদের লক্ষ্যও ছিল বেশ সাধারণ। যে বার্ষিক খরচ একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখা। আর তার মধ্যেই তাঁদের নিজেদের জীবনযাত্রার মান বাড়িয়ে না ফেলা। এই দম্পতির আজও নিজের কোনও বাড়ি নেই। তাঁরা বছরে ৩ লক্ষ টাকার একটি ভাড়া বাড়িতে থাকেন। আর একটি সাধারণ গাড়ি চড়েন।

তাঁদের এই কোটি টাকা রয়েছে কোথায়?

  • মিউচুয়াল ফান্ড, শেয়ার ও ইটিএফে রয়েছে ৪১ লক্ষ টাকা।
  • পিপিএফ ও ডেট ফান্ডে রয়েছে ১৭ লক্ষ টাকা।
  • এনপিএসে রয়েছে ১৪ লক্ষ ৮০ হাজার টাকা।
  • ইপিএফে রয়েছে ৬ লক্ষ ৬০ হাজার টাকা।
  • তাঁদের কাছে রয়েছে ৬ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের সোনার গয়না।
  • ৭ থেকে ৮ লক্ষ টাকা রয়েছে লিক্যুইড সেভিংসে।
  • ফিক্সড ডিপোজিট ও পরিবারের লোক ও বন্ধুদের দেওয়া ধারের পরিমাণ ৮ থেকে ১০ লক্ষ।

কোনও পারিবারিক সম্পত্তি বিক্রি করে কিন্তু এই সম্পত্তি তৈরি করেননি ওই দম্পতি। তাঁরা অতি সাধারণ ঘরের বেতনভুক কর্মচারী। কেবল মাত্র উচ্চাকাঙ্খা, সঠিক অভ্যাস ও শৃঙ্খলাই তাঁরকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে। তাঁদের এবারের লক্ষ আগামী ৭ থেকে ৯ বছরের মধ্যে তাঁরা ২ কোটি ৫০ লক্ষ টাকা থেকে ৩ কোটি টাকা জমানো।