AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Free Train Ticket: বিনে পয়সায় যাতায়াত করা যাবে ট্রেনে, ধরবে না টিটিও! জানেন কীভাবে?

Indian Railways: এই ধরনের যে ছাড় বা সুযোগ, একে ভারতীয় রেল বলে 'মিলেনিয়াম গিফট'। ছাত্রছাত্রীদের স্কুল যাতায়াতের খরচ কমাতে দেওয়া হয় বিনামূল্যে মান্থলি সিজন টিকিট। অর্থাৎ, যে কেউ কিন্তু এই ফ্রি টিকিট পাবে না।

Free Train Ticket: বিনে পয়সায় যাতায়াত করা যাবে ট্রেনে, ধরবে না টিটিও! জানেন কীভাবে?
Image Credit: Getty Images
| Updated on: Sep 29, 2025 | 1:10 PM
Share

আচ্ছা ধরুন আপনি টিকিট না কেটে সটান ট্রেনে উঠে পড়লেন। অথচ আপনাকে টিটি ধরলও না। আপনার কাছে টিকিট নেই শুনে ফাইনও করল না। কী, মনে হচ্ছে না, এমন আবার হয় নাকি? কিন্তু এটা হয়। সত্যিই হয়। এমন সুযোগ রয়েছে ভারতীয় রেলেই।

এই ধরনের যে ছাড় বা সুযোগ, একে ভারতীয় রেল বলে ‘মিলেনিয়াম গিফট’। ছাত্রছাত্রীদের স্কুল যাতায়াতের খরচ কমাতে দেওয়া হয় বিনামূল্যে মান্থলি সিজন টিকিট। অর্থাৎ, যে কেউ কিন্তু এই ফ্রি টিকিট পাবে না।

কারা এই সুবিধার যোগ্য?

  • রেলের নিয়ম অনুযায়ী, দশম শ্রেণি পর্যন্ত ছাত্ররা ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীরা এই ফ্রি টিকিটের সুবিধা পাবে।
  • তবে যে কোনও দুরত্বে যেতে এই সুবিধা নেওয়া যায় না। বাড়ির নিকটবর্তী রেল স্টেশন থেকে ১৫০ কিলোমিটার দূরত্বের মধ্যেই এই টিকিট বৈধ।
  • এই টিকিটটি সেকেন্ড ক্লাসের জন্য প্রযোজ্য। ফার্স্ট ক্লাসে এই টিকিট নিয়ে চড়া যায় না।
  • এ ছাড়াও কোনও মেল, এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনে এই মান্থলি সিজন টিকিট নিয়ে চড়া যায় না।
  • পড়ুয়াদের যাতায়াতের বোঝা কমাতে রেলের এই উদ্যোগ, গত দুই দশক ধরে বহু পরিবারকে সাহায্য করে আসছে।