Patanjali GST Gift: জলের দরে বিকোবে ঘিয়ের শিশি, জিএসটি ছাড়ে লাভবান পতঞ্জলির ক্রেতারা
Patanjali GST Gift For Customers: পতঞ্জলি তরফে জানা গিয়েছে, নতুন জিএসটির সম্পূর্ণ সুবিধা সাধারণ মানুষকে তুলে দিতে চলেছে তারা। দাঁত মাজার টুথপেস্ট থেকে সাবান, তেল সবেতেই মিলবে বড় ছাড়। সাশ্রয় হবে যথেষ্ট। কিন্তু ঠিক কোন কোন পণ্য়ের দাম কতটা কমতে চলেছে? সেই কথাও জানান হয়েছে সংস্থার তরফে।

নয়াদিল্লি: জিএসটির সুবিধা পাবেন পতঞ্জলির ক্রেতারাও। রবিবার এমনই ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। দিন পেরলেই দেশজুড়ে কার্যকর হয়ে যাবে জিএসটির নতুন কর কাঠামো। রবিবার বিকালে সেই মর্মেই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেবীপক্ষ উপলক্ষে গোটা দেশবাসীকেই উপহার দিয়েছেন তিনি। আর এই আবহে পতঞ্জলি তাঁর ক্রেতাদের উপহার দেবে না এমন হতে পারে?
পতঞ্জলি তরফে জানা গিয়েছে, নতুন জিএসটির সম্পূর্ণ সুবিধা সাধারণ মানুষকে তুলে দিতে চলেছে তারা। দাঁত মাজার টুথপেস্ট থেকে সাবান, তেল সবেতেই মিলবে বড় ছাড়। সাশ্রয় হবে যথেষ্ট। কিন্তু ঠিক কোন কোন পণ্য়ের দাম কতটা কমতে চলেছে? সেই কথাও জানান হয়েছে সংস্থার তরফে।
কী কী পণ্য়ের দাম কমছে?
সংস্থা তরফে জানা গিয়েছে, পতঞ্জলি সোয়া নিউট্রেলার ১ কেজির প্যাকেটে সাশ্রয় হবে ১০ থেকে ২০ টাকা। তাদের মিল্ক বিস্কুট, মেরি বিস্কুট, নারকেল বিস্কুট এবং চকোলেট বিস্কুটের দাম ৫০ পয়সা থেকে ৩ টাকা পর্যন্ত কমবে। তাদের সবচেয়ে বেশি জনপ্রিয় আট নুডলসের দাম ১ টাকা কমবে।
এছাড়াও টুথ পেস্টের দামে দেখা যাবে সবচেয়ে বেশি পতম। এক ধাক্কায় কমবে ১৪ টাকা। যা আগে ১২০ টাকা মিলত, এবার মিলবে মাত্র ১০৬ টাকায়। এছাড়াও, দন্ত কান্তির অন্যান্য সামগ্রীতেও হবে সাশ্রয়। শ্যাম্পু, চুলের তেলের দাম পড়বে অনেকটাই। এই সকল পণ্য়ের ক্ষেত্রে ১১ থেকে ১৪ টাকা পর্যন্ত কমবে দর।
এই সকল নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়াও দামের পতন দেখা যাবে আয়ুর্বেদিক পণ্যেও। আমলার জুস, গিলয় জুস, করলা-জামুন জুসের দাম কমবে অনেকটাই। চবনপ্রাশের দাম আগে ছিল ৩৬০ টাকা। তা এবার থেকে পাওয়া যাবে ৩৩৭ টাকায়। কমানো হবে ঘিয়ের দাম। ৭৮০ টাকার প্যাকেট পাওয়া ৭৩১ টাকায়।
