Fixed Income Schemes: শেয়ার বাজারে বিনিয়োগে হচ্ছে না লক্ষ্মীলাভ? এই স্কিমগুলিতে বিনিয়োগে মিলবে ভাল রিটার্ন
Fixed Income Schemes: শেয়ার বাজারে লাভ না হলেও একাধিক স্থায়ী আমানতের স্কিমে মিলবে ভাল লাভ। এর মধ্যে রয়েছে পোস্ট অফিসের স্থায়ী আমানত ও পাবলিক প্রভিডেন্ট ফান্ডও।

অনেকেই ভাল রিটার্নের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের দিকে ঝোঁকেন। তবে শেয়ার বাজারে যেমন ভাল রিটার্ন মেলে সেরকম ঝুঁকিও থাকে বেশি। যেকোনও সময় ধস নামতে পারে, এই আশঙ্কায় শেয়ার বাজারের তুলনায় অপেক্ষাকৃত স্থিতিশীল খাতে বিনিয়োগকেই বেছে নেন। এদিকে গত দু’বছর ধরেই টালমাতাল পরিস্থিতি শেয়ার বাজারে। গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় শেয়ার বাজারে ধস নামে। তখন বিনিয়োগকারীদের মাথায় হাত পড়েছিল। তাই শেয়ার বাজারে বিনিয়োগের ঝুঁকি কমিয়ে এই পাঁচটি ফিক্সড ইনকাম স্কিমে করতে পারেন বিনিয়োগ।
স্থায়ী আমানত স্কিম:
ব্যাঙ্ক, পোস্ট অফিস সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে স্থায়ী আমানতের বিভিন্ন স্কিম অফার করে থাকে। আর সম্প্রতি রেপো রেট বৃদ্ধি করেছে বৃদ্ধি করেছে আরবিআই। তারপর এই স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলি। ফলে নিরাপদে বেশি রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা।
ব্যাঙ্ক ও স্মল ফিন্যান্স ব্যাঙ্কের স্থায়ী আমানত স্কিম (Bank and Small Finance Bank Fixed Deposit):
রাষ্ট্রায়ত্ত থেকে বেসরকারি বিভিন্ন ব্যাঙ্ক ভিন্ন ভিন্ন মেয়াদের স্থায়ী আমানত অফার করে থাকে। এই সব স্কিমে নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখলে ৩.৫০ শতাংশ থেকে শুরু করে ৯ শতাংশ পর্যন্ত মেলে সুদ। শুধু তাই নয়, FD থেকে টাকা তোলাও সহজ। মেয়াদ পূরণের আগে FD ভাঙতে হলে সেক্ষেত্রে ব্য়াঙ্ককে কিছু পরিমাণ চার্জ দিতে হয় বিনিয়োগকারীদের।
কর্পোরেট ফিক্সড ডিপোজিট (Corporate Fixed Deposit):
এই ধরনের FD-তে বিনিয়োগে ১ বছর থেকে ১০ বছরের মেয়াদে ৬.৯ শতাংশ থেকে ৯.০৫ শতাংশ পর্যন্ত পাওয়া যায় রিটার্ন। তবে এই স্কিমে নির্দিষ্ট আয়ে প্রথম তিন মাস কোনও টাকা তোলা যায় না। টাকা তুললে জরিমানা দিতে হবে বিনিয়োগকারীদের।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund):
অবসরের কথা ভেবে বিনিয়োগের ভাল সুযোগ হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এইখানে বিনিয়োগ করে আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন। ন্যূনতম ১৫ বছরের জন্য এখানে বিনিয়োগ করতে হবে। সুদ মিলবে ৭.১ শতাংশ হারে। এছাড়াও এখানে করছাড়েরও সুবিধা পাবেন আপনি। তাছাড়া এই মেয়াদের মধ্যে চাইলেই টাকা তুলতে পারবেন বিনিয়োগকারীরা। আর এই স্কিমে বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারীরা।
পোস্ট অফিস স্কিম (Post office scheme):
ব্য়াঙ্কের পাশাপাশি পোস্ট অফিসেও টাকা রাখা নিরাপদ। রিটার্নও মেলে ভাল। তাই পোস্ট অফিসে টাকা রেখে নিরাপদে ভাল আয় করতে পারেন বিনিয়োগকারীরা। এই স্কিমগুলিতে ১ বছর থেকে ৫ বছরের মেয়াদ পূরণ হওয়ার পর ৬.৬ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন বিনিয়োগকারীরা।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Saving Scheme):
৬০ বছর বা তার থেকে বেশি বয়সীরা এই স্কিমে বিনিয়োগ করে লাভ পেতে পারেন। এই স্কিমে ৮ শতাংশ পর্যন্ত সুদ।
আরবিআই বন্ড (RBI Bond):
৭ বছর পর্যন্ত মেয়াদ থাকে RBI বন্ডের। এর মাধ্যমে ৭.৩৫ শতাংশ পর্যন্ত মিলবে সুদ।
