Gold-Silver Price: গয়না কেনার প্ল্যান রয়েছে? সোনা-রুপোর দামে ব্যাপক পতন, আজ কত দর জানুন
Gold-Silver price decrease: গত মাসের শেষ থেকে শুরু হয়েছে বিয়ের মরশুম। আর তখন থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। বলা যায়, ক্রমশ মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল হলুদ ধাতু। এবারের বিয়ের মরশুমের শেষ প্রান্তে অবশেষে কিছুটা স্বস্তি মিলল। সোমবার সোনার দাম অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার ফের হলুদ ধাতুর দামে পতন হয়েছে। নিম্নগামী রুপোর দামও।
কলকাতা: কিছুটা স্বস্তি! গত মাসের শেষ থেকে শুরু হয়েছে বিয়ের মরশুম। আর তখন থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। বলা যায়, ক্রমশ মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল হলুদ ধাতু। এবারের বিয়ের মরশুমের শেষ প্রান্তে অবশেষে কিছুটা স্বস্তি মিলল। সোমবার সোনার দর অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার ফের হলুদ ধাতুর দামে (Gold Price) পতন হয়েছে। নিম্নগামী রুপোর দামও (Silvr Price)।
আজ, মঙ্গলবার, ১২ ডিসেম্বর এক ধাক্কায় সোনার দাম অনেকটাই কমেছে। সোমবারের তুলনায় এদিন ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম কমেছে একেবারে ২০০ টাকা। ফলে এদিন কলকাতায় ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,৯৫০ টাকা।
অন্যদিকে, এদিন ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম কমেছে ২২০ টাকা। ফলে এদিন কলকাতায় ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৬২ হাজার ১৩০ টাকা। এদিন ১৮ ক্যারটের সোনার দামও ১৬০ টাকা কমেছে। ফলে ১৮ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬০০ টাকায়।
সোনার পাশাপাশি নিম্নগামী রুপোর দামও। এদিন কলকাতায় ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৭৫ হাজার ৮০০ টাকা। যা সোমবারের তুলনায় ২০০ টাকা কম।
উল্লেখ্য, রবিবার থেকেই সোনা ও রুপোর দাম পতন শুরু হয়েছে। সেদিন মোটের উপর সোনার দাম ৬০ টাকা দাম কমেছিল। আর রুপোর দাম কমেছিল ১২০০ টাকা। সোমবার দাম অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার এক ধাক্কায় অনেকটা দাম কমেছে। স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে গ্রাহকদের মুখে।