Gold Price Today: সব রেকর্ড ভেঙে ৬১ হাজারের গণ্ডি পেরোল সোনার দর, রুপোর দামেও ‘গরম’
Gold Price Today: বুধবার সব রেকর্ড ভেঙে দিল সোনার দর। অনেকটা হারে দাম বাড়ল রুপোর।
কলকাতা: পুড়ছে সোনা। বুধবার এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম (Gold Price Today)। নববর্ষের আগে এত হারে দামবৃদ্ধিতে হতাশ ক্রেতারা। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৯৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ১,০৩০ টাকা। আজ সোনার পাশাপাশি চড়চড়িয়ে দাম বাড়ল রুপোরও। আজ ১ কেজি রুপোর দাম (Silver Price Today) বাড়ল ২,৪৯০ টাকা।
বুধবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৬২৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৫,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৬,২৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৬২,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,১৩৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৯,০৮৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬১,৩৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,১৩,৬০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭৭,০৯০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
চড়চড়িয়ে দাম বাড়ছে সোনার। তাল মিলিয়ে দাম বাড়ছে রুপোরও। সব রেকর্ড ভেঙে দিল সোনার দর। আজ অনেকটাই হারে দাম বাড়ল রুপোরও। নববর্ষের আগে সোনার দামবৃদ্ধিতে মাথায় হাত বিক্রেতাদেরও।
বুধবার বিশ্ব বাজারে সামান্য দাম বাড়ল স্পট গোল্ডের। এর ফলে দেশীয় বাজারেও দাম বেড়েছে সোনার। গতকাল ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৯৭৯.৮৫ মার্কিন ডলার। আজ তা বেড়ে হল ২০২৩.৯৫ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৫৭৪ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৭.৪০ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৭.৫২ টাকা।
*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*