Aadhaar-based Payment System: বাড়ি বসে আধার কার্ড দিয়েও এবার থেকে তোলা যাবে টাকা, কীভাবে জানুন…
Aadhaar-based Payment System: আধার কার্ডে ইউআইডিএআই-র তরফে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হয়। এই নম্বর ব্যবহার করেই আপনি এটিএম, কিয়স্ক বা মোবাইলের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
নয়া দিল্লি: হঠাৎ করে টাকার দরকার পড়েছে? চিন্তার কোনও কারণ নেই। এবার বাড়ি বসেই আপনি তুলতে পারবেন টাকা। তার জন্য ক্রেডিট বা ডেবিট কার্ডেরও প্রয়োজন নেই। আধার কার্ডের মাধ্যমেই বাড়ি বসে তোলা যাবে টাকা। নতুন এই পরিষেবা দিচ্ছে ইউআইএডিএআই। আধার কার্ডের মাধ্যমে এই টাকা তোলার পদ্ধতির নাম দেওয়া হয়েছে আধার বেসড পেমেন্ট সিস্টেম। বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতির মাধ্যমে এই টাকা তোলা হবে। এর জন্য আপনাকে ব্যাঙ্কেও যেতে হবে না। ফোনেই স্ক্য়ান হয়ে যাবে বায়োমেট্রিক।
আধার কার্ডে ইউআইডিএআই-র তরফে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হয়। এই নম্বর ব্যবহার করেই আপনি এটিএম, কিয়স্ক বা মোবাইলের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
আধার বেসড পেমেন্ট সিস্টেমের সুবিধা-
- এনপিসিআই-র তরফে আধার ভিত্তিক পেমেন্ট ব্য়বস্থাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে সিঙ্গল অথেন্টিকেশনের মাধ্য়মে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে।
- এই পদ্ধতিতে টাকা তোলার জন্য গ্রাহকের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে।
- ব্য়াঙ্কিং ট্রানজাকশন যেমন ব্য়ালেন্স দেখা, টাকা তোলা, টাকা জমা দেওয়া, আধার টু আধার ফান্ড ট্রান্ফারের মতো পরিষেবা এই পদ্ধতির মাধ্যমে সম্ভব।
কী কী নথি দরকার?
- আধার নম্বর
- ব্যাঙ্কের নাম
- বায়োমেট্রিক
- ট্রানজাকশনের ধরন।