Gold Price Hike Kolkata: ধনতেরাসে সোনা কিনবেন? একদিনেই প্রায় ২০ হাজার টাকা বাড়ল সোনার দাম! এখন দর কত?
Gold Silver Price in Kolkata on 8 October, 2025: ধন-সম্পত্তির আশায় অনেকেই ধনতেরাসে সোনার গহনা কেনেন। যাদের বাজেট একটু কম, তারা রুপোর গহনা কেনেন। তবে এবার সোনা কিনুন বা রুপো, খরচ হবে অনেক টাকা, কারণ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। আজ, বুধবার (৮ অক্টোবর) সোনার দাম প্রায় ২০ হাজার টাকা বাড়ল।

কলকাতা: দুর্গাপুজো মিটে গিয়েছে। সামনেই দিপাবলী। আর তার আগেই আসে ধনতেরাস। কুবেরকে খুশি করতে এবং আরও ধন-সম্পত্তির আশায় অনেকেই ধনতেরাসে সোনার গহনা কেনেন। যাদের বাজেট একটু কম, তারা রুপোর গহনা কেনেন। তবে এবার সোনা কিনুন বা রুপো, খরচ হবে অনেক টাকা, কারণ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। আজ, বুধবার (৮ অক্টোবর) সোনার দাম প্রায় ২০ হাজার টাকা বাড়ল। রুপোর দামও অনেকটা বেড়েছে। আজ সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৩৯৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৯৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১২ লক্ষ ৩৯ হাজার ৩০০ টাকা। একদিনে ১৯ হাজার ১০০ টাকা দাম বেড়েছে সোনার। ১০ গ্রাম সোনার দাম একদিনেই ১৯১০ টাকা বেড়েছে।
২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৩৬০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৬০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৩৬ হাজার টাকা। একদিনে ১৭ হাজার ৫০০ টাকা দাম বেড়েছে। ১০ গ্রাম সোনার দাম ১৭৫০ টাকা বেড়েছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৯ হাজার ২৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯২ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা। একদিনে ১৪ হাজার ৩০০ টাকা সোনার দাম বেড়েছে।
রুপোর দাম-
সোনার দামের পাশাপাশি রুপোর দামও আজ বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৬ হাজার টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকা। একদিনে ৩ হাজার টাকা দাম বেড়েছে রুপোর।
