Dhanteras Gold Price: ধনতেরাসে বিরাট সস্তা হয়ে গেল সোনা, আজকের সুযোগ কিছুতেই মিস করবেন না, দাম কত জেনে নিন…
Gold Price on 18 October 2025 in Kolkata, West Bengal: জ বেশ কিছুটা সস্তা হল সোনা। রুপোর দামও একধাক্কায় অনেকটা কমেছে। আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তাহলে কত খরচ পড়বে, দেখে নিন।

কলকাতা: আজ ধনতেরাস। বাড়িতে সুখ-সমৃদ্ধির জন্য অনেকেই আজকের দিনে সোনা-রুপো কেনেন। আপনিও নিশ্চয়ই প্ল্যান করেছেন কিছু একটা কেনার। তাহলে আজ কিন্তু ভাল খবর আছে। আজ বেশ কিছুটা সস্তা হল সোনা। রুপোর দামও একধাক্কায় অনেকটা কমেছে। আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তাহলে কত খরচ পড়বে, দেখে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ১৮ অক্টোবরে ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ৮৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৮৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ লক্ষ ৮ হাজার ৬০০ টাকা। একদিনেই ১৯ হাজার ১০০ টাকা দাম কমেছে। ১০ গ্রাম সোনার দাম ১৯১০ টাকা কমেছে।
২২ ক্যারেটের সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৯৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা। একদিনে ১৭ হাজার ৫০০ টাকা দাম কমেছে সোনার। ১০ গ্রামের সোনা ১৭৫০ টাকা সস্তা হয়েছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৮১৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৮ হাজার ১৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৮১ হাজার ৪০০ টাকা। একদিনে ১৪ হাজার ৪০০ টাকা দাম কমেছে।
রুপোর দাম-
সোনার দাম যেমন কমেছে, তেমনই রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৭ হাজার ২০০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৭২ হাজার টাকা। একদিনে ১৬ হাজার ৯০০ টাকা দাম কমেছে রুপোর।
