Gold Price Today: সোনায় সোহাগা একেই বলে! একদিনেই ১৫০০ টাকা দাম কমল সোনার, রুপো কত সস্তা হল?

Gold-Silver Rate: মাসের শুরুতে হঠাৎ করেই বাড়তে শুরু করেছিল সোনার দাম। গণেশ পুজোর পর টানা ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। তবে বিশ্বকর্মা পুজোর পরই ফের কমল সোনার দাম। শুধু সোনা নয়, সস্তা হয়েছে রুপোও।

Gold Price Today: সোনায় সোহাগা একেই বলে! একদিনেই ১৫০০ টাকা দাম কমল সোনার, রুপো কত সস্তা হল?
ফাইল চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Sep 18, 2024 | 10:30 AM

কলকাতা: পুজোর মুখে সুখবর। ফের কিছুটা কমল সোনার দাম। মাসের শুরুতে হঠাৎ করেই বাড়তে শুরু করেছিল সোনার দাম। গণেশ পুজোর পর টানা ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। তবে বিশ্বকর্মা পুজোর পরই ফের কমল সোনার দাম। শুধু সোনা নয়, সস্তা হয়েছে রুপোও। আজ যদি আপনার সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে এখনই সোনা-রুপো কেনার সুবর্ণ সুযোগ।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮ হাজার ৫০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৮৫ হাজার টাকা। একদিনে ১৫০০ টাকা দাম কমেছে সোনার।

 ২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪৭৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৪ হাজার ৭৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৪৭ হাজার ৩০০ টাকা। একদিনে ১৬০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও কমেছে। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৬০৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা। একদিনে ১২০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

শুধু সোনা নয়, রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯১০০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৯১ হাজার টাকা। ১ হাজার টাকা দাম কমেছে রুপোর।