Gold Price Today: একদিনেই ৩৩০০ টাকা কমল দর! বৈশাখের গরমে টাক পুড়লেও, স্বস্তি সোনার দামে

Gold Price Today: আজ, বৃহস্পতিবারে তাপমাত্রা চড়লেও, কমে গেল সোনার দাম। তাও আবার ২-৫টাকা নয়, একধাক্কায় ৩৩০০ টাকা কমল সোনার দাম। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। যদি আপনার সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজই সুবর্ণ সুযোগ।

Gold Price Today: একদিনেই ৩৩০০ টাকা কমল দর! বৈশাখের গরমে টাক পুড়লেও, স্বস্তি সোনার দামে
প্রতীকী চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Apr 18, 2024 | 11:35 AM

কলকাতা: বৈশাখের গরমে প্রাণ ওষ্ঠাগত। ৪০ ডিগ্রির গণ্ডি পার করেছে তাপমাত্রার পারদ। বিগত কয়েকদিনে তাপমাত্রার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছিল সোনার দামও। আজ, বৃহস্পতিবারে তাপমাত্রা চড়লেও, কমে গেল সোনার দাম। তাও আবার ২-৫টাকা নয়, একধাক্কায় ৩৩০০ টাকা কমল সোনার দাম। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। যদি আপনার সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজই সুবর্ণ সুযোগ।

২২ ক্যারেটের সোনার দাম-  

আজ, ১৮ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭৬৫ টাকা। গতকালের তুলনায় ৩০ টাকা দাম কমেছে।

১০ গ্রাম সোনার দাম ৬৭ হাজার ৬৫০ টাকা, যা গতকালের তুলনায় ৩০০ টাকা কম। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৭৬ হাজার ৫০০ টাকা। একদিনেই সোনার দাম কমেছে ৩০০০ টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৩৮০ টাকা। গতকালের তুলনায় ৩৩ টাকা দাম কমেছে। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৩ হাজার ৮০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৩৮ হাজার টাকা, যা গতকালের তুলনায় ৩৩০০ টাকা কম।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও কমেছে আজ। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৫৩৫ টাকা। গতকালের তুলনায় ২৪ টাকা দাম কমেছে। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৫ হাজার ৩৫০ টাকা। একদিনে ২৪০ টাকা দাম কমেছে। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৫৩ হাজার ৫০০ টাকা। একদিনে ২৪০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার দাম কমলেও, রুপোর দাম অপরিবর্তিত রয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৬৫০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৬ হাজার ৫০০ টাকা।