Gold Price on 25 September: দেবীপক্ষ শুরু হতেই ফুটল হাসি, কমে গেল সোনার দাম, আজ কত দর?
Gold Silver Price in Kolkata on 25 September, 2025: উৎসবের মরশুমে কেনাকাটা তো চলতেই থাকছে। অনেকে পুজোয় সোনা-রুপোর গহনা কেনেন। আপনারও যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তাহলে আজ কিন্তু সোনা কিনতেই পারেন। আজ, ২৫ সেপ্টেম্বর সামান্য হলেও কমে গেল সোনার দাম।

কলকাতা: উৎসবের মরশুম। শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। আজ চতুর্থী। উৎসবের মরশুমে কেনাকাটা তো চলতেই থাকছে। অনেকে পুজোয় সোনা-রুপোর গহনা কেনেন। আপনারও যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তাহলে আজ কিন্তু সোনা কিনতেই পারেন। আজ, ২৫ সেপ্টেম্বর সামান্য হলেও কমে গেল সোনার দাম। তবে দোকানে যাওয়ার আগে দেখে নিন আজ কত রয়েছে সোনা-রুপোর দাম।
২৪ ক্যারেটের সোনার দাম-
আজ, ২৫ সেপ্টেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৫৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৫৩ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার দাম।
২২ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ৫৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৫ হাজার ৭৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ৫৭ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৬৫২ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ লক্ষ ৬৫ হাজার ২০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
রুপোর দাম-
সোনার দাম যেমন কমেছে, তেমনই রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৩ হাজার ৯৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।
