Gold Price Today: ধনতেরাস এগিয়ে আসতেই সস্তা হচ্ছে সোনা, মধ্যবিত্তের শখ মেটাতে কত খরচ পড়বে আজ?
Gold Silver Price in Kolkata on 13 October, 2025: প্রতি বছরের মতো ভিড় এবার নেই। নেপথ্যে সোনার চড়া দাম। হু হু করে বেড়েই চলেছে সোনার দাম। এদিকে, সামনে তো বিয়ের মরশুম। সোনা না কিনলে কি আর হয়। তবে মধ্যবিত্তকে সামান্য স্বস্তি দিয়ে আজ অল্প কমল সোনার দাম।

কলকাতা: ধনতেরাস যত এগিয়ে আসছে, ততই কেনাকাটাও বাড়ছে সোনার দোকানে। তবে প্রতি বছরের মতো ভিড় এবার নেই। নেপথ্যে সোনার চড়া দাম। হু হু করে বেড়েই চলেছে সোনার দাম। এদিকে, সামনে তো বিয়ের মরশুম। সোনা না কিনলে কি আর হয়। তবে মধ্যবিত্তকে সামান্য স্বস্তি দিয়ে আজ অল্প কমল সোনার দাম। রুপোর দামও কমেছে। আজ সোনা-রুপোর কত দাম রয়েছে, জেনে নিন-
২৪ ক্যারেটের সোনার দাম-
আজ, ১৩ অক্টোবর ২৪ ক্য়ারেটের পাকা সোনার ১ গ্রামের দাম রয়েছে ১২ হাজার ৫০৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১২ লক্ষ ৫০ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেটের সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৪৬৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৬৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ৪৬ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ৩৮০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৩ হাজার ৮০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৩৮ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
রুপোর দাম-
আজ সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৭ হাজার ৯৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা। ১০০ টাকা দাম কমেছে।
