Google AI: পিএইচডি ডিগ্রি ছিল, তাও ছাঁটাই হল গুগলের শতাধিক কর্মী!
Google Employees Lay Off: আমেরিকান টেক জায়ান্ট গুগল তাদের Gemini এবং AI Overviews-এর মতো গুরুত্বপূর্ণ প্রোজেক্ট থেকে ২০০-র বেশি কর্মীকে ছাঁটাই করেছে। অভিযোগ, কোনও ধরণের নোটিস ছাড়া, হঠাৎই এই সিদ্ধান্ত নিয়েছে গুগল।

একদিকে গোটা বিশ্ব জুড়ে লাফিয়ে বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাডাপটেশন। আর ঠিক তখনই জানা গেল এক খবর। এবার আমেরিকান টেক জায়ান্ট গুগল তাদের Gemini এবং AI Overviews-এর মতো গুরুত্বপূর্ণ প্রোজেক্ট থেকে ২০০-র বেশি কর্মীকে ছাঁটাই করেছে। অভিযোগ, কোনও ধরণের নোটিস ছাড়া, হঠাৎই এই সিদ্ধান্ত নিয়েছে গুগল।
যে কর্মীদের ছাঁটাই করেছে গুগল তারা গুগলে সরাসরি চাকরি করতেন না। জানা গিয়েছে গ্লোবাল লজিক নামের একটি সংস্থায় কর্মরত ছিলেন তাঁরা। এই সংস্থার হয়ে গুগলে কাজ করতেন তাঁরা। এঁদের বলা হত ‘সুপার রেটার’। এঁদের মধ্যে অনেকের আবার পিএইচডি ডিগ্রিও ছিল। এই কর্মীদের মূল কাজ ছিল, এআইকে আরও নির্ভুল ও আরও স্বাভাবিক করে তোলা।
এই বিষয়ে কী বলছে গুগল? আমেরিকান টেক জায়ান্টটি যদিও এই ছাঁটাইয়ের সমস্ত দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলেছে। তারা জানিয়েছে, ছাঁটাই হওয়া কর্মীরা GlobalLogic-এর অধীনে কর্মরত ছিলেন। ফলে, ওই কর্মীদের ছাঁটাইয়ের দায় সম্পূর্ণ GlobalLogic-এরই। কিন্তু এই ঘটনায় একটা বিষয় একেবারে স্পষ্ট। কোটি কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায়। অন্যদিকে, যারা এই প্রোজেক্টে কাজ করছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। চাকরি চলে যাচ্ছে তাদেরই। আর এই বৈপরীত্য নিয়ে চিন্তায় দেশ-বিদেশের বিশেষজ্ঞরা।
