Petrol Price Today: সাধারণ মানুষের জন্য খুশির খবর, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে স্বস্তির পথ খুঁজতে পদক্ষেপ কেন্দ্রের
এই বছর মার্চে মাসে এসবিআই(SBI)-এর ইকোনমিক রিসার্চ ডিপার্টমেন্ট নিজেদের রিপোর্টে বলেছিল, যদি পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির অধীনে আনা যায়, তাহলে কেন্দ্র আর রাজ্যের রাজস্বে জিডিপির মাত্র ০.৪ শতাংশের সমান প্রায় ১ লাখ কোটি টাকা লোকসান হবে। যদি পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির অধীনে আনা হয়, তাহলে দেশজুড়ে পেট্রোলের দাম ৭৫ টাকা প্রতি লিটার আর ডিজেলের দাম ৬৮ টাকা প্রতি লিটার হয়ে যাবে।
সাধারণ মানুষ পেট্রোল আর ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি পেতে পারেন। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের (GST) বিষয়ে একটি মন্ত্রীগোষ্ঠী সিঙ্গল ন্যাশানাল রেটের অন্তর্গত পেট্রোলিয়াম পণ্যের উপর ট্যাক্স বসানো নিয়ে ভাবনা চিন্তা করবে। এই ব্যাপারে ওয়াকিবহাল ব্যক্তিদের মতে কনজিউমার প্রাইস আর সরকারি রাজস্বে বড় ধরণের পরিবর্তনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বাধীন একটি প্যানেল আগামী শুক্রবার লখনউতে হতে চলা ৪৫তম জিএসটি কাউন্সিলের (GST Council) বৈঠকে এই প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করবে।
প্রসঙ্গত জিএসটি সিস্টেমে কোনওরকম পরিবর্তনের জন্য প্যানেলের তিন চতুর্থাংশ সদস্যের সম্মতি প্রয়োজন পড়বে। এই প্যানেলে সমস্ত রাজ্য এবং এলাকার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এই প্যানেলের কিছু সদস্য জ্বালানি তেলকে জিএসটির অন্তর্ভূক্ত করার বিরোধিতা করেছেন, কারণ তাদের মতে এর ফলে কেন্দ্রীয় সরকারের হাতে এক বিশাল রাজস্ব আদায়ের অস্ত্র তুলে দেওয়া হবে।
আকাশ ছোঁয়া পেট্রোল-ডিজেলের দাম
আজ ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবারও দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম একই রয়েছে। এই নিয়ে পরপর মোট নয় দিন পেট্রোল ডিজেলের দামে কোনও পরিবর্তন হল না। তা সত্ত্বেও আজ কলকাতায় পেট্রোল প্রতি লিটার ১০১.৭২ টাকা এবং ডিজেল ৯১.৭১ টাকা প্রতি লিটার দরে বিক্রি হচ্ছে। রাজধানী দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.১৯ টাকা এবং ডিজেল ৮৮.৬২ টাকা প্রতি লিটার বিক্রি হচ্ছে। মুম্বাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০৭.২৬ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৬.১৯ টাকা প্রতি লিটার।
পেট্রোলিয়াম পণ্যের করে ভরা সরকারি ভান্ডার
সরকারের পেট্রোলিয়াম পণ্যের রাজস্ব আদায় চলতি আর্থিক বছরের প্রথম চার মাসে ৪৮ শতাংশ বেড়েছে। ২০২১ এর এপ্রিল মাস থেকে জুলাই পর্যন্ত দেড় লক্ষ কোটি টাকার বেশি পণ্যশুল্ক আদায় হয়েছে, যা গত আর্থিক বছরের এই একই সময়সীমার মধ্যে ছিল ৬৭,৮৯৫ কোটি টাকা। ২০২০-২১ আর্থিক বছরে পেট্রোল-ডিজেলে কেন্দ্রীয় সরকারের তরফে আদায় করা শুল্ক ৮৮ শতাংশ বেড়ে হয়েছে ৩.৩৫ লাখ কোটি টাকা।
পেট্রোলের দাম হতে পারে ৭৫ টাকা
এই বছর মার্চে মাসে এসবিআই(SBI)-এর ইকোনমিক রিসার্চ ডিপার্টমেন্ট নিজেদের রিপোর্টে বলেছিল, যদি পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির অধীনে আনা যায়, তাহলে কেন্দ্র আর রাজ্যের রাজস্বে জিডিপির মাত্র ০.৪ শতাংশের সমান প্রায় ১ লাখ কোটি টাকা লোকসান হবে। যদি পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির অধীনে আনা হয়, তাহলে দেশজুড়ে পেট্রোলের দাম ৭৫ টাকা প্রতি লিটার আর ডিজেলের দাম ৬৮ টাকা প্রতি লিটার হয়ে যাবে।
জিএসটি কাউন্সিলের বৈঠক
জিএসটি কাউন্সিলের ৪৫তম বৈঠক ১৭ সেপ্টেম্বর লখনউতে অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে করোনা মহামারীর পর এটাই প্রথম মুখোমুখি বৈঠক হতে চলেছে। এর আগে জিএসটি কাউন্সিলের গত বৈঠক ১২ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে কোভিড-১৯ সংক্রান্ত করের পরিমান ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমানো হয়েছিল।