AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GST 2.0: আজ থেকে কোন জিনিসের দাম কত হবে, তালিকা ধরে মিলিয়ে নিন

New GST Rate: সোমবার, ২২ সেপ্টেম্বর থেকেই সস্তা হয়ে যাচ্ছে শ্যাম্পু, টুথপেস্ট থেকে শুরু করে টিভি, বাইক, গাড়ি। রুটি, পরটা, পনির, খাখড়া সহ একাধিক পণ্যে আজ থেকে জিএসটি সম্পূর্ণ উঠে গিয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য ও জীবনবিমার প্রিমিয়ামের উপর থেকেও জিএসটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 

GST 2.0: আজ থেকে কোন জিনিসের দাম কত হবে, তালিকা ধরে মিলিয়ে নিন
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দাম।Image Credit: PTI
| Updated on: Sep 22, 2025 | 11:48 AM
Share

নয়া দিল্লি: জিএসটি ২.০ (GST 2.0) চালু হচ্ছে আজ থেকে। থাকছে না আর ১২ শতাংশ, ২৮ শতাংশের জিএসটি  স্ল্যাব। এবার শুধু ৫ শতাংশ ও ১৮ শতাংশের জিএসটি স্ল্যাব (GST Slab)-ই থাকবে। এরফলে সোমবার, ২২ সেপ্টেম্বর থেকেই সস্তা হয়ে যাচ্ছে শ্যাম্পু, টুথপেস্ট থেকে শুরু করে টিভি, বাইক, গাড়ি। রুটি, পরটা, পনির, খাখড়া সহ একাধিক পণ্যে আজ থেকে জিএসটি সম্পূর্ণ উঠে গিয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য ও জীবনবিমার প্রিমিয়ামের উপর থেকেও জিএসটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।  এক নজরে দেখে নিন কোন কোন পণ্যে কত জিএসটি বসছে, কতটা সস্তা বা দামি হবে সেই পণ্য-

শূন্য জিএসটি-

  • আল্ট্রা হাই টেম্পারেচার মিল্ক
  • ছানা-পনির
  • পিৎজা ব্রেড
  • খাখড়া, রুটি, পরটা
  • ৩৩টি জীবনদায়ী ওষুধ
  • রবার
  • এক্সাসাইজ বুক, গ্রাফ বুক, ল্যাবরেটরি নোটবুক
  • ম্যাপ, অ্যাটলাস, গ্লোব
  • পেনসিল শার্পনার
  • ব্যক্তিগত স্বাস্থ্যবিমা, জীবনবিমার প্রিমিয়াম

৫ শতাংশ জিএসটি-

  • কনডেন্সড মিল্ক
  • মাখন, ঘি, চিজ
  • ব্রাজিল নাট, চিনেবাদাম, পেস্তা, ম্যাকাডেমিয়া নাট, খেজুর, ডুমুর, অ্যাভাকাডো, পেয়ারা, আম, কমলালেবু, মুসাম্বি লেবু, আঙুর
  • মল্ট, স্টার্চ
  • ঘোড়া
  • তেন্দু পাতা (বিড়ির পাতা)
  • রাবার ব্যান্ড
  • ট্যালকম পাউডার, চুলের তেল, শ্যাম্পু, শেভিং ক্রিম, লোশন, আফটারশেভ লোশন, ডেন্টাল ফ্লস, টুথপেস্ট, টুথ পাউডার, টয়লেট সাবান
  • মোমবাতি
  • ফিডিং বোতল, প্লাস্টিক বিড
  • পশু ফ্যাট, লার্ড ওয়েল, সসেজ,
  • মার্জারিন, গ্লাইসেরল
  • বি-ওয়াক্স, ভেজিটেবল ওয়াক্স
  • সংরক্ষিত মাছ, ক্যাভিয়ার
  • রিফাইনড চিনি, সুগার কিউব, গ্লুকোজ, ফ্রুকটোজ, ক্যারামেল,  কোকা বাটার,  চকোলেট
  • কর্ন ফ্লেক্স, সিরিয়াল ফ্লেক্স, পাস্তা, স্প্যাগেটি, ম্যাকারনি, নুডলস, লাসানিয়া, র‌্যাভিয়লি
  • পেস্ট্রি, কেক, বিস্কুট, ওয়েফার
  • মাশরুম, ট্রাফল, টমেটো
  • ফ্রোজেন সবজি
  • জ্যাম, ফ্রুট জেলি, মার্মালেড, ফলের পিউরি
  • কাজু,
  • আম, লেবু, আনারসের স্কোয়াশ, নারকেল জল
  • চা, কফি, স্যুপ, সস, মেয়োনিজ, কারি পেস্ট
  • আইসক্রিম
  • সোয়া বড়ি ও অন্যান্য ডালের বড়ি
  • নোনতা, ভুজিয়া
  • ডায়াবেটিক ফুড, ২০ লিটারের প্যাকেজড জল
  • দুগ্ধজাত পানীয়
  • মার্বেল, গ্রানাইট ব্লক
  • পটাশিয়াম আয়োডেট, মেডিক্যাল গ্রেড অক্সিজেন, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া, মেডিক্যাল গ্রেড হাইড্রোজেন পারেক্সাইড
  • মেন্থল, পেপারমিন্ট, ডি-মেন্থলাইজ়ড ওয়েল
  • বিভিন্ন ওষুধ, গজ, ব্যান্ডেজ
  • এক্স-রে ব্যবহৃত ফোটোগ্রাফিক প্লেট ও ফিল্ম
  • ল্যাটেক্স রাবার
  • ট্রাক্টর টায়ার, টায়ারের টিউব
  • চামড়াজাত পণ্য
  • কাঠের মূর্তি, পিতলের মূর্তি, পাথরের মূর্তি, কাঠের ফ্রেম
  • ব্যাম্বু ফ্লোরিং
  • প্যাকিং বাক্স, ট্রে,
  • হাতে তৈরি কাগজ, পেপারবোর্ড
  • কার্পেট

১৮ শতাংশ জিএসটি 

  • বিড়ি
  • সিমেন্ট, কয়লা, পিট
  • ধূপবাতি,
  • বায়োডিজেল
  • বিভিন্ন কাগজ
  • ২৫০০ টাকার বেশি দামের জামাকাপড়
  • এয়ার কন্ডিশনার মেশিন, ফ্যান, ডিশ ওয়াশিং মেশিন

৪০ শতাংশ জিএসটি

  • পান মশলা
  • তামাকজাত পণ্য
  • সিগার, চুরুট, সিগারেট
  • নন-অ্যালকোহলিক বেভারেজ
  • ক্যাফিনেটেড বেভারেজ
  • দামি গাড়ি
  • ৩৫০ সিসির বেশি ইঞ্জিনের মোটরবাইক
  • প্রাইভেট জেট
  • ইয়ট, ভেসেল
  • পিস্তল, রিভলভার
  • অনলাইন গেমিং