AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GST Reforms, Medicines: জীবনদায়ী ওষুধ থেকে পড়াশোনার সরঞ্জাম, জিএসটি হল শূন্য, কতটা চাপ কমবে আমজনতার পকেটে?

Zero GST, Life-Saving Medicine and Drugs: এ ছাড়াও ৩৩টি জীবনদায়ী ওষুধের জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। এ ছাড়াও ৩টি ওষুধ যাদের জিএসটি ৫ শতাংশ ছিল, তাও কমিয়ে শূন্য করে দেওয়া হয়েছে।

GST Reforms, Medicines: জীবনদায়ী ওষুধ থেকে পড়াশোনার সরঞ্জাম, জিএসটি হল শূন্য, কতটা চাপ কমবে আমজনতার পকেটে?
Image Credit: PTI
| Updated on: Sep 04, 2025 | 12:35 AM
Share

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকের পর ঘোষণা হল জিএসটির নতুন স্ল্যাব। আর তারপরই অনেকটা স্বস্তির নিশ্বাস ফেলছেন দেশের সাধারণ মানুষ। এই জিএসটি ২.০ চালু হবে আগামী ২২ সেপ্টেম্বর। আর সেখানে একাধিক ক্ষেত্রে যেমন কমবে জিএসটি, তেমনই শূন্যও হয়ে যাবে অনেক ক্ষেত্রে।

জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে এবার শূন্য হতে চলেছে জিএসটি। ফলে, এই দুই ধরনের বিমার প্রিমিয়াম কমবে অনেকটাই। এতদিন যে প্রিমিয়াম ছিল ১১ হাজার ৮০০ টাকা, একলাফে সেই প্রিমিয়াম নেমে যাবে ১০ হাজার টাকায়। আর এতে লাভবান হবেন দেশের সাধারণ মানুষ। এ ছাড়াও টার্ম পলিসি, এনডাওমেন্ট পলিসি ও ইউলিপেরমতো পলিসির প্রিমিয়ামেও থাকছে না কোনও জিএসটি। সরকার চাইছে আগামীতে যাতে দেশের অনেক বেশি সংখ্যক মানুষ বিমার আওতায় আসে।

এ ছাড়াও ৩৩টি জীবনদায়ী ওষুধের জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। এ ছাড়াও ৩টি ওষুধ যাদের জিএসটি ৫ শতাংশ ছিল, তাও কমিয়ে শূন্য করে দেওয়া হয়েছে। ক্যান্সার, বিরল রোগ ও অন্যান্য দীর্ঘদিনের রোগের চিকিৎসার খরচ এতে অনেকটাই কমবে বলে আশা করছে কেন্দ্র।

এ ছাড়াও জিএসটি শূন্য হয়েছে পড়াশোনার সঙ্গে যুক্ত একাধিক জিনিসে। ম্যাপ, চার্ট ও গ্লোবের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমে হয়েছে শূন্য। পেনসিল, শার্পনার, ক্রেয়ন ও প্যাস্টেল রংয়ের উপরও জিএসটি শূন্য হয়েছে। যা আগে ছিল ১২ শতাংশ। এ ছাড়াও খাতা ও নোটবুকের দামেও আসতে চলেছে পরিবর্তন। কারণ জিএসটি কমেছে সেখানেও। আর এবার ভুল করে সেই ভুল শুধরে নেওয়াও হতে চলেছে সস্তা। কারণ জিএসটি কমতে চলেছে ইরেজারেরও।