AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HDFC Bank: ১ লাখের বেশি পাঠাতে পারবেন না! প্রতি লেনদেনে চার্জ লাগবে ১৫০ টাকা, নতুন নিয়ম HDFC ব্যাঙ্কের

HDFC Bank: আগের মতো চারটি ট্রানজাকশন ফ্রি থাকলেও, এরপর থেকে প্রতি ট্রানজাকশন বা লেনদেনের জন্য ১৫০ টাকা করে দিতে হবে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত গ্রাহকদের পকেটে চাপ পড়বে।

HDFC Bank: ১ লাখের বেশি পাঠাতে পারবেন না! প্রতি লেনদেনে চার্জ লাগবে ১৫০ টাকা, নতুন নিয়ম HDFC ব্যাঙ্কের
এইচডিএফসি ব্যাঙ্ক।Image Credit: X
| Updated on: Aug 16, 2025 | 2:18 PM
Share

নয়া দিল্লি: ব্যাঙ্কের নয়া নিয়ম। এবার থেকে অবাধে আর লেনদেন করা যাবে না। এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম আনল। চেকবুকের নিয়মেও এসেছে বড় বদল। খরচ বাড়বে গ্রাহকদের। কী সেই নিয়ম? জেনে নিন…

এত দিন এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা মাসে ২ লাখ টাকার ট্রানজাকশন বা লেনদেন করতে পারত। এবার থেকে মাসে ১ লক্ষ টাকার লেনদেন করা যাবে।

এবার থেকে এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের সেভিং অ্যাকাউন্টে মোট চেকবুকের ১০টি পাতাই ফ্রি দেওয়া হবে। আগে ২৫ পেজ ফ্রি পাওয়া যেত চেকবুকে। এরপরে প্রতিটি অতিরিক্ত পাতার জন্য ৪ টাকা করে লাগবে।  তবে প্রবীণ নাগরিকদের সামান্য কিছু ছাড় দেওয়া হবে।

একইসঙ্গে ফ্রি-তে লেনদেনের নিয়মেও পরিবর্তন এসেছে। আগের মতো চারটি ট্রানজাকশন ফ্রি থাকলেও, এরপর থেকে প্রতি ট্রানজাকশন বা লেনদেনের জন্য ১৫০ টাকা করে দিতে হবে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত গ্রাহকদের পকেটে চাপ পড়বে।

কী কী নতুন নিয়ম আসছে?

  • প্রতি অ্যাকাউন্টে  প্রতি মাসে ৪ বার ফ্রি লেনদেন করা যাবে।
  • এক মাসে ৪ বারের বেশি লেনদেন করলে, প্রতি লেনদেন পিছু ১৫০ টাকা করে চার্জ লাগবে।
  • প্রতি ১ হাজার টাকার লেনদেনে ৫ টাকা বা ন্যূনতম ১৫০ টাকা চার্জ লাগবে।
  • থার্ড পার্টি ট্রানজাকশন বা লেনদেনের ঊর্ধ্বসীমা ২৫ হাজার টাকায় বেঁধে দেওয়া হয়েছে।

ফান্ড ট্রান্সফারেও নিয়ম বদল হয়েছে। এবার থেকে-

  • এনইএফটি ট্রানফারের ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে ২ টাকা করে চার্জ দিতে হবে।
  • ১০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফারে ৪ টাকা চার্জ দিতে হবে।
  • ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকার ট্রান্সফারে ১৪ টাকা চার্জ লাগবে।
  • ২ লক্ষ টাকার বেশি পাঠালে ২৪ টাকা চার্জ লাগবে।
  • যদি কোনও গ্রাহক আরটিজিএস (RTGS) ট্রান্সফার করেন, তাহলে-
  • ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফারে ২০ টাকা লাগবে।
  • ৫ লক্ষ টাকার বেশি ট্রান্সফারের ক্ষেত্রে ৪৫ টাকা চার্জ লাগবে।

আইএমপিএস (IMPS) ট্রান্সফারের ক্ষেত্রে-

  • ১০০০ টাকা পর্যন্ত পাঠালে আড়াই টাকা চার্জ লাগবে।
  • ১ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার ট্রান্সফারে ৫ টাকা চার্জ লাগবে।
  • ১ লক্ষ টাকার বেশি ট্রান্সফারে ১৫ টাকা চার্জ লাগবে।

যদি কোনও গ্রাহক ব্যালেন্স সার্টিফিকেট, ইন্টারেস্ট সার্টিফিকেট বা অ্যাড্রেস কনফারমেশন করেন, সেক্ষেত্রে এবার থেকে ১০০ টাকা লাগবে পরিষেবা ফি বাবদ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৯০ টাকা ফি নেওয়া হবে।

পুরনো রেকর্ডের কপি বা পেইড চেকের কপির জন্য ৮০ টাকা চার্জ লাগবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৭২ টাকা ফি নেওয়া হবে।