নয়াদিল্লি: ঊর্ধ্বমুখী ভারতের অর্থনীতির গ্রাফ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ভারতে পণ্য উৎপাদনে আরও জোর দিয়েছে দেশ-বিদেশের সংস্থাগুলি। এই অবস্থায় বেড়েছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI)। আর কয়েকদিন পরই নতুন বছর শুরু। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৫ সালেও ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়বে।
২০২৪ সালে বিশ্বজুড়ে অর্থনীতি নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে গিয়েছে। তা সত্ত্বেও ভারতে চলতি বছরের জানুয়ারি থেকে প্রতি মাসে গড়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বিনিয়োগ-বান্ধব নীতি, দক্ষ কর্মী, দেশব্যাপী এক জানালা ব্যবস্থার জেরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে। প্রয়োজনে এফডিআই নীতি পর্যালোচনা করে, তাতে পরিবর্তনও আনা হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ৪২.১৩ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর এই একই সময় দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছিল ২৯.৭৩ বিলিয়ন মার্কিন ডলার। ফলে গত বছরের তুলনায় এবছর FDI বেড়েছে ৪২ শতাংশ। ২০২৪-২৫ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ২৯.৭৯ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবর্ষে এই একই সময়ে তা ছিল ২০.৪৮ বিলিয়ন মার্কিন ডলার।
ডিপার্টমেন্ট ফর প্রোমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাল ট্রেড (DPIIT)-র সচিব অমরদীপ সিং ভাটিয়া বলেন, “এই ট্রেন্ডে এটা স্পষ্ট যে ২০২৫ সালেও ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আশানুরূপ হবে।” পরিকাঠামোর উন্নয়ন, ব্যবসার পরিবেশের উন্নতির ফলে আরও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসবে।
নীতি আয়োগের একটি রিপোর্ট বলছে, একাধিক কোম্পানি তাদের উৎপাদন কেন্দ্র চিন থেকে সরানোর চিন্তাভাবনা করছে। সেক্ষেত্রে তাদের জন্য আদর্শ জায়গা হতে পারে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আরও বাড়াতে বিনিয়োগের ক্ষেত্রে নিয়ম আরও সহজ করতে হবে।
তথ্য বলছে, ২০০০ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক পেরিয়ে গিয়েছে। ভারতে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রায় ২৫ শতাংশ এসেছে মরিশাস রুটের মাধ্যমে। এরপর রয়েছে সিঙ্গাপুর (২৪ শতাংশ)। অনেকটাই পিছনে রয়েছে আমেরিকা (১০ শতাংশ)। নেদারল্যান্ডস (৭ শতাংশ), জাপান (৬ শতাংশ), ব্রিটেন (৫ শতাংশ), সংযুক্ত আরব আমিরশাহী (৩ শতাংশ) এবং জার্মানি ও সাইপ্রাস থেকে ২ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ভারতে। বেশিরভাগ বিনিয়োগ আসে পরিষেবা বিভাগ, কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়ার, টেলিকমিউনিকেশন, নির্মাণক্ষেত্র, অটোমোবাইল এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে।