PM Narendra Modi: দেশে ফেরার বিমান ধরবেন মোদী, যা করলেন কুয়েতের প্রধানমন্ত্রী…

PM Narendra Modi: ২ দিনের সফর সেরে এদিন দিল্লির উদ্দেশে রওনা দেন মোদী। তাঁকে বিমানবন্দরে ছাড়তে আসেন কুয়েতের প্রধানমন্ত্রী। যা দেখে আপ্লুত মোদী। কুয়েত সফরের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে জানিয়ে কুয়েতবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কুয়েতের প্রধানমন্ত্রী যেভাবে তাঁকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছেন, তাতে মুগ্ধ তিনি।

PM Narendra Modi: দেশে ফেরার বিমান ধরবেন মোদী, যা করলেন কুয়েতের প্রধানমন্ত্রী...
কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদী
Follow Us:
| Updated on: Dec 22, 2024 | 10:57 PM

কুয়েত: ৪৩ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী হিসেবে কুয়েতে পা রেখেছিলেন। উষ্ণ অভ্যর্থনায় তাঁকে স্বাগত জানানো হয়েছিল। এবার ভারতে ফেরার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ ‘সম্মান’ জানাল কুয়েত। প্রধানমন্ত্রী মোদীকে বিদায় জানাতে বিমানবন্দরে এলেন স্বয়ং কুয়েতের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদীর আগে শেষবার ভারতের কোনও প্রধানমন্ত্রী কুয়েত সফরে গিয়েছিলেন ১৯৮১ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই দেশে এসেছিলেন। ৪৩ বছর পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার কুয়েতে পা রাখেন মোদী। বহু অনাবাসী ভারতীয় এই দেশে বসবাস করেন। যা কুয়েতের মোট জনসংখ্যার ২১ শতাংশ। সংখ্যার হিসেবে ধরলে প্রায় ১০ লক্ষ অনাবাসী ভারতীয় এই দেশে বাস করেন।

শনিবার মোদীকে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয়। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করতে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল-আবদুল্লা আল আহমেদ আল-সাবাহের সঙ্গে বৈঠক করেন তিনি। সেদেশের যুবরাজের সঙ্গেও বৈঠক করেন। কুয়েতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য অর্ডার অব মুবারক আল কবীর’ দেওয়া হয় মোদীকে।

এই খবরটিও পড়ুন

২ দিনের সফর সেরে এদিন দিল্লির উদ্দেশে রওনা দেন মোদী। তাঁকে বিমানবন্দরে ছাড়তে আসেন কুয়েতের প্রধানমন্ত্রী। যা দেখে আপ্লুত মোদী। কুয়েত সফরের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে জানিয়ে কুয়েতবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কুয়েতের প্রধানমন্ত্রী যেভাবে তাঁকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছেন, তাতে মুগ্ধ তিনি। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “ধন্যবাদ কুয়েত। এই সফর ঐতিহাসিক ছিল। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। উষ্ণ অভ্যর্থনার জন্য কুয়েতবাসী ও সেখানকার সরকারকে ধন্যবাদ। বিমানবন্দরে বিদায় জানাতে আসার জন্য কুয়েতের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ।”

প্রধানমন্ত্রীর কুয়েত সফরকে ঐতিহাসিক ও সফল জানিয়ে টুইট করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।