AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FD or RD: ফিক্সড ডিপোজিট না রেকারিং ডিপোজিট? কোন ক্ষেত্রে কখন বিনিয়োগ সুবিধাজনক

সরকারি বা বেসরকারি বিভিন্ন ব্যাঙ্কিং প্রতিষ্ঠানেই হরেক রকমের বিনিয়োগের সুযোগ থাকে। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব জনপ্রিয় দুটি বিনিয়োগের ধরন নিয়ে। ফিক্সড ডিপোজিট (এফডি) এবং রেকারিং ডিপোজিট (আরডি)- এই দুটি বিষয় নিয়েই আলোচনা করা হল এই প্রতিবেদনে।

FD or RD: ফিক্সড ডিপোজিট না রেকারিং ডিপোজিট? কোন ক্ষেত্রে কখন বিনিয়োগ সুবিধাজনক
প্রতীকী ছবিImage Credit: টিভি নাইন বাংলা
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 8:10 AM
Share

কলকাতা: বাজারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের স্কিমে অর্থ বিনিয়োগ করা যায়। কেউ দীর্ঘমেয়াদি লাভ পেতে, কেউ স্বল্পমেয়াদে লাভ পেতে বিনিয়োগ করে থাকেন। সরকারি বা বেসরকারি বিভিন্ন ব্যাঙ্কিং প্রতিষ্ঠানেই হরেক রকমের বিনিয়োগের সুযোগ থাকে। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব জনপ্রিয় দুটি বিনিয়োগের ধরন নিয়ে। ফিক্সড ডিপোজিট (এফডি) এবং রেকারিং ডিপোজিট (আরডি)- এই দুটি বিষয় নিয়েই আলোচনা করা হল এই প্রতিবেদনে।

ফিক্সড ডিপোজিট- কমবেশি সব ব্যাঙ্কিং প্রতিষ্ঠানই ফিক্সড ডিপোজিটের সুযোগ দেয়। একে টার্ম ডিপোজিটও অনেক সময় বলা হয়ে থাকে। এফডি-তে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা নির্দিষ্ট সময়কালের জন্য বিনিয়োগ করা হয়। সেই নির্দিষ্ট সময় পর সুদ সমেত টাকা ফেরত দেয় আর্থিক প্রতিষ্ঠান। কত সময়ের উপর টাকা রাখা হচ্ছে, সেই হিসাবে সুদের হারের পরিবর্তন দেখা যায়।

রেকারিং ডিপোজিট- সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে আরডি অন্যতম জনপ্রিয় বিনিয়োগের উপায়। এই ক্ষেত্রে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিতে হয়। একটি সময়কালের জন্য সেই টাকা প্রতি মাসে জমা করে যেতে হয়। তার পর সুদ সমেত মোট জমা টাকা ফেরত দেওয়া হয়।

এখন প্রশ্ন হল আরডি এবং এফডি-র মধ্যে কোনটিতে বিনিয়োগ করা কার জন্য সুবিধাজনক। যদি আপনার কাছে একলপ্তে বড় অঙ্কের টাকা থাকে, তাহলে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা সব সময় লাভজনক। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অফার দেখে যে স্কিমটি সবথেকে বেশি লাভজনক তাতেই বিনিয়োগ করুন। তবে নির্দিষ্ট সময়কালের আগে এফডি ভেঙে ফেললে আপনি কিন্তু চুক্তির হারে সুদ পাবেন না। তখন সেভিংসের হারে সুদ দিয়ে আসল টাকা ফেরত দেওয়া হয়। তাই এফডি-তে বিনিয়োগের আগে নিশ্চিত করতে হবে আপনার জমা করা টাকা এই সময়কালের মধ্যে তোলার দরকার পড়বে না।

অপর দিকে নিম্নআয়ের মানুষদের পক্ষে রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করা লাভজনক। একেবারে হাতে টাকা না থাকলেও প্রতি মাসে টাকা সঞ্চয়ের মাধ্যমে এই পদ্ধতিতে বিনিয়োগ করা যায়। চাকুরিজীবীদের কাছেই এই বিনিয়োগ পদ্ধতি জনপ্রিয়। কারণ, প্রতি মাসের রোজগার থেকে সঞ্চয় করা যায় এই পদ্ধতিতে। তাই অনেকে রেকারিং ডিপোজিটের মাধ্যমে টাকা জমিয়ে তার পর সেই টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট করে থাকেন।