AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Toll Tax: গাড়িতে এটা না থাকলে, ১৫ নভেম্বর থেকে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে!

FASTag: বেশ কয়েক বছর ধরেই ফ্যাসটাগের নিয়ম রয়েছে। সম্প্রতি ফাসট্যাগের বার্ষিক প্যাকেজও আনা হয়েছে। এরপরও বহু মানুষ এমন রয়েছেন, যারা নিজেদের গাড়িতে ফাসট্যাগ লাগাননি। এবার তাদের খরচ বাড়তে চলেছে অনেকটাই।

Toll Tax: গাড়িতে এটা না থাকলে, ১৫ নভেম্বর থেকে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে!
ফাইল ছবি।Image Credit: PTI
| Updated on: Oct 05, 2025 | 11:31 AM
Share

নয়া দিল্লি: টোল প্লাজার দীর্ঘ লাইনে দাড়িয়ে টোল ট্যাক্স দিতে হত আগে। দীর্ঘক্ষণ সময় নষ্ট হত তাতে। সেই ঝামেলা কমাতেই ফাসট্যাগ (FASTag) এনেছে সরকার। বেশ কয়েক বছর ধরেই ফ্যাসটাগের নিয়ম রয়েছে। সম্প্রতি ফাসট্যাগের বার্ষিক প্যাকেজও আনা হয়েছে। এরপরও বহু মানুষ এমন রয়েছেন, যারা নিজেদের গাড়িতে ফাসট্যাগ লাগাননি। এবার তাদের খরচ বাড়তে চলেছে অনেকটাই। কড়া নিয়ম আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গাড়িতে ফাসট্যাগ না থাকলে, কত খরচ হবে, জেনে নিন-

টোল প্লাজায় ডিজিটাল ট্রানজাকশন বাড়াতে এবং নগদ টাকার লেনদেন কমাতেই সরকার কড়া নিয়ম আনছে। এবার থেকে যে গাড়িতে ফাসট্যাগ থাকবে না, তারা যদি টোলপ্লাজায় গিয়ে ইউপিআই (UPI)-র মাধ্যমে টোল দেন, তাহলে আসল টোলের ১.২৫ গুণ বেশি ট্যাক্স দিতে হবে। যারা ক্যাশ পেমেন্ট করবেন, তাদের দ্বিগুণ টাকা দিতে হবে। অর্থাৎ যদি কোথাও টোল ট্য়াক্স হয় ১৫০ টাকা এবং ফাসট্যাগ নেই, এমন গাড়িতে যাতায়াত করার জন্য নগদ টাকায় টোল দিতে চান, তাহলে ১৫০ টাকার বদলে ৩০০ টাকা টোল দিতে হবে। ১০০ টাকা টোল ট্যাক্স হবে এবং অনলাইনে পেমেন্ট করলে, ১২৫ টাকা দিতে হবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ১৫ নভেম্বর থেকে ন্যাশনাল হাইওয়েজ ফি (ডিটারমিনেশন অব রেটস অ্যন্ড কালেকশন) (তৃতীয় সংশোধন) আইন, ২০২৫ কার্যকর হবে। নতুন আইনে চালু ফাসট্যাগ ছাড়া যে গাড়ি টোল প্লাজায় আসবে, তারা যদি নগদে পেমেন্ট করেন, তাহলে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে। যদি ইউপিআই দিয়ে পেমেন্ট করেন, তাহলে ১.২৫ গুণ পেমেন্ট করতে হবে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ডিজিটাল পেমেন্ট বাড়াতে, স্বচ্ছতা আনতে, টোল কালেকশন বাড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।