AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Income Tax: মাসে ৫০ হাজার টাকার কম আয়? আয়কর রিটার্ন ফাইল করতে হবে কী?

Income Tax: তথ্য় বলছে, যদি আপনার মোট বেতন ট্যাক্স স্ল্যাবে পড়ে, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। পুরানো কর ব্যবস্থা অনুসারে, ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য আইটিআর ফাইল করা প্রয়োজন রয়েছে যাঁদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি।

Income Tax: মাসে ৫০ হাজার টাকার কম আয়? আয়কর রিটার্ন ফাইল করতে হবে কী?
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Updated on: Jun 19, 2024 | 6:56 PM
Share

কলকাতা: হাতে আর কিছুদিন। এগিয়ে আসছে আয়কর রিটার্ন জমা দেওয়ার দিন। যাঁরা ট্যাক্স স্ল্যাবের আওতায় পড়েন কিন্তু এখনও আয়কর রিটার্ন দাখিল করেননি তারা সময়মতো তা দাখিল করতে পারেন। তবে যাঁদের আয় ট্যাক্স স্ল্যাবের বাইরে পড়ে তাদের রিটার্ন দাখিল করার প্রয়োজন নেই। কিন্তু, কত টাকা আয় পর্যন্ত আয়কর দেওয়ার প্রয়োজন নেই তা নিয়ে প্রায়শই একটা ধোঁয়াশা কাজ করে। ৭ লাখ টাকার কম আয়ের ক্ষেত্রে কি আইটিআর ফাইল করা দরকার? এই প্রশ্ন ঘোরে অনেকের মনেই। পুরানো কর ব্যবস্থা বেছে নেওয়া ব্যক্তিরা ৫ লক্ষ টাকার বার্ষিক আয়ের উপর কর ছাড়ের সুবিধা পাচ্ছেন। তবে নতুন কর ব্যবস্থা অনুসারে ৭ লক্ষ টাকা আয়ের উপর কোনও কর দিতে হচ্ছে না। 

তথ্য বলছে, পুরানো কর ব্যবস্থায় সর্বোচ্চ ১২,৫০০ টাকার কর ছাড়ের সুবিধা পাওয়া যাচ্ছে। নতুন কর ব্যবস্থায় এই ছাড় ২৫,০০০ টাকা পর্যন্ত। এই উভয় ক্ষেত্রেই, আপনার শূন্য ট্যাক্স দায় আছে, তবে আপনাকে নির্দিষ্ট পরিস্থিতিতে আয়কর রিটার্ন ফাইল করতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে ট্যাক্স লায়াবিলিটি না থাকলে করদাতারা মনে করেন যে তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা জরুরি নয়, কিন্তু তা নয়।

তথ্য় বলছে, যদি আপনার মোট বেতন ট্যাক্স স্ল্যাবে পড়ে, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। পুরানো কর ব্যবস্থা অনুসারে, ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য আইটিআর ফাইল করা প্রয়োজন রয়েছে যাঁদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি। ৬০ থেকে ৮০ বছরের মধ্যে যাদের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি তাঁদেরও আইটিআর ফাইল করা প্রয়োজন। ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের যাদের আয় ৫ লাখ টাকার বেশি তাদেরও আয়কর রিটার্ন জমা দিতে হবে।

অন্যদিকে যে সকল করদাতাদের ব্যাঙ্কে ৫০ লক্ষ টাকার বেশি জমা আছে তাঁদেরও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। যদি আপনার পেশাগত আয় এক আর্থিক বছরে ১০ লাখ টাকার বেশি হয়, তাহলে এমন পরিস্থিতিতে আয়কর রিটার্ন ফাইল করা প্রয়োজন। একইসঙ্গে যাঁদের TCS/TDS ২৫,০০০ টাকার বেশি তাদের জন্য ITR ফাইল করা প্রয়োজন। পাশাপাশি আপনি যদি বিদেশি সম্পত্তি থেকে আয় করেন, তাহলেও আপনার জন্য আয়কর রিটার্ন দাখিল করা আবশ্যক। আপনি যদি বিদেশ ভ্রমণে ২ লক্ষ টাকার বেশি ব্যয় করেন তবে আপনাকে আয়কর রিটার্ন ফাইল করতে হবে।