AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আপনি যদি এখনই শুরু করেন, তাহলে YouTube-এ যা কন্টেন্ট রয়েছে, শেষ পর্যন্ত দেখতে কতক্ষণ লাগবে?

YouTube Videos: কিন্তু ইউটিউবে যদি আপনি এখনই ভিডিয়ো দেখতে শুরু করেন তাহলে শেষ হবে কবে? তথ্য বলছে এখন ইউটিউবের মোট ভিডিয়োর সংখ্যা ৫ হাজার কোটিরও বেশি।

আপনি যদি এখনই শুরু করেন, তাহলে YouTube-এ যা কন্টেন্ট রয়েছে, শেষ পর্যন্ত দেখতে কতক্ষণ লাগবে?
Image Credit: Unsplash
| Updated on: Aug 20, 2025 | 12:28 PM
Share

গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেটের অধীনস্থ সোশ্যাল মিডিয়া মাধ্যম হল ইউটিউব। ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এই সোশ্যাল মিডিয়া মাধ্যম। স্টিভ চেন, চ্যাড হার্লি এবং জাওয়াদ করিম এই সংস্থা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে, অ্যালফাবেটের অধীনে আসে এই সংস্থা।

কিন্তু একটা অদ্ভূত প্রশ্ন মাঝে মাঝেই করে ফেলেন অনেকে। ইউটিউবে যদি আপনি এখনই ভিডিয়ো দেখতে শুরু করেন তাহলে আপনার ভিডিয়ো দেখা শেষ হবে কবে? তথ্য বলছে এখন ইউটিউবের মোট ভিডিয়োর সংখ্যা ৫ হাজার কোটিরও বেশি। এই বছরের একটি হিসাব বলছে প্রতিদিন ইউটিউবে প্রায় ২৬ লক্ষ ভিডিয়ো আপলোড হচ্ছে। আর একদিনে যা আপলোড হয় তা দেখতে আপনার লেগে যেতে পারে ৮২ বছর। ফলে, ৫ হাজার কোটির বেশি ভিডিয়ো দেখতে ঠিক কতটা সময় লাগতে পারে, আন্দাজ করে নেওয়াই যায়।

অস্ট্রেলিয়ান ইউটিউবার ‘রোয়েল’স টেকনিক্যাল হেল্প’ ৫ ঘণ্টা অন্তর একটি করে ভিডিয়ো আপলোড করে। তাঁর ইউটিউব অ্যাকাউন্টে রয়েছে ২৪ লক্ষের বেশি ভিডিয়ো। ইউটিউবে যে কেউ ভিডিয়ো আপলোড করতে পারেন বলে, প্রতিনিয়তই এখানে বাড়ছে ভিডিয়ো সংখ্যা। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রাইভেসি পলিসি সহ একাধিক নীতি বদল করছে এই সংস্থা। আর সেই কারণেই অনেক ভিডিয়োই নামিয়ে দেওয়া হচ্ছে এই ওয়েবসাইট থেকে।