AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Israel Missile: চিনকে কুপোকাত করতে এবার ‘মেঘনাদ মিসাইল’ ভারতকে দিতে চাইছে ইজরায়েল!

India-Israel Relation: যুদ্ধে দেশের ক্ষমতা বৃদ্ধিতে এবার হ্যাল তেজস মার্ক ১এ যুদ্ধবিমানে ইজরায়েলের তৈরি সর্বাধুনিক স্কাই স্টিং ক্ষেপণাস্ত্র যুক্ত করার প্রস্তাব দিল সে দেশের রাফাএল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম। জানা গিয়েছে, জুনের একটি উচ্চ পর্যায়ের মিটিংয়ে নাকি এই প্রস্তাব পেশ হয়েছে।

India-Israel Missile: চিনকে কুপোকাত করতে এবার 'মেঘনাদ মিসাইল' ভারতকে দিতে চাইছে ইজরায়েল!
শক্তি বাড়ছে ভারতীয় বায়ুসেনার!Image Credit: PTI
| Updated on: Oct 19, 2025 | 11:53 AM
Share

মেঘনাদ কে, জানেন নিশ্চয়? রামায়ণে রাবনের ছেলে ইন্দ্রজিতকে মেঘনাদও বলা হয়। কেন? কারণ, তিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারদর্শী ছিলেন। আর এবার এমনই এক মেঘনাদই ভারতকে দিতে চেয়েছে ইজরায়েল।

যুদ্ধে দেশের ক্ষমতা বৃদ্ধিতে এবার হ্যাল তেজস মার্ক ১এ যুদ্ধবিমানে ইজরায়েলের তৈরি সর্বাধুনিক স্কাই স্টিং ক্ষেপণাস্ত্র যুক্ত করার প্রস্তাব দিল সে দেশের রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম। জানা গিয়েছে, জুনের একটি উচ্চ পর্যায়ের মিটিংয়ে নাকি এই প্রস্তাব পেশ হয়েছে।

এই BVRAAM বা Beyond Visual Range Air-to-Air Missile-এর পাল্লা প্রায় ২৫০ কিলোমিটার। এটি যুক্ত হলে তেজস বিমান চিনের মারাত্মক PL-15 ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় এক ধাপ এগিয়ে যাবে। বিভিন্ন কারণে দেশে অস্ত্র মার্ক থ্রি মিসাইল তৈরিতে বেশ কিছুটা জট তৈরি হচ্ছে। আর সেই বিলম্বের মধ্যে ইজরায়েলের থেকে এই অস্ত্র আমদানি ভারতের নিরাপত্তার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।

ইজরায়েলি প্রতিরক্ষা সূত্রের খবর, তেজস যুদ্ধ বিমানে এই ক্ষেপণাস্ত্র ইনস্টল করতে সময় লাগবে মাত্র ১৮ মাস। তেজসের নিজস্ব ELM-2052 AESA রাডার এবং উন্নত DFCC বা Digital Flight Control Computer-এর কারণেই এত দ্রুত কাজ করা সম্ভব হবে। এরপর কয়েকটি লাইভ-ফায়ারিং ট্রায়াল হলেই মিলবে চূড়ান্ত ছাড়পত্র।

১৮০ থেকে ২০০ কিলোগ্রাম ওজনের এই ক্ষেপণাস্ত্রটি তিন-ধরনের রকেট মোটর ব্যবহার করে। মিড-কোর্স গাইডের জন্য এতে রয়েছে জিপিএস। টার্মিনাল অ্যাটাকে ব্যবহৃত হয় সক্রিয় রেডিও ফ্রিকোয়েন্সি সিকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই ক্ষেপণাস্ত্রের টু-ওয়ে ডেটা লিংক প্রযুক্তি—যা পাইলটকে মাঝ-আকাশে টার্গেট আপডেট করতে সাহায্য করে।

প্রস্তাব বলছে, ২০২৬-এর মাঝামাঝি প্রথম ধাপে ২০০ থেকে ৩০০ ক্ষেপণাস্ত্র ভারতে আসতে পারে। সম্পূর্ণ অপারেশনাল ক্ষমতা চালু হতে লেগে যাবে ২০২৭-এর প্রায় অর্ধেক সময়। এই চুক্তি একদিকে যেমন প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-ইজরায়েল সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে, তেমনই দেশের সীমান্ত সুরক্ষার জন্য তৈরি করবে ইস্পাত-দৃঢ় ঢাল।