AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Navy: ৮০ হাজার কোটি ব্যয়ে ‘ব্যাঙের মতো’ যুদ্ধজাহাজ বানাতে চলেছে ভারতীয় নৌবাহিনী

Amphibious Warship: ব্যাঙের মতো 'উভচর' এই ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডকগুলি থেকে শুধু সেনা নয়, ড্রোন এবং দূরপাল্লার মিসাইলও উৎক্ষেপণ করা যাবে। যুদ্ধের সময় এগুলি এক একটি ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে কাজ করবে।

Indian Navy: ৮০ হাজার কোটি ব্যয়ে 'ব্যাঙের মতো' যুদ্ধজাহাজ বানাতে চলেছে ভারতীয় নৌবাহিনী
Image Credit: PTI
| Updated on: Sep 24, 2025 | 11:29 PM
Share

দেশের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় নৌবাহিনী। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর , প্রায় ৮০ হাজার কোটি টাকা ব্যয়ে চারটি অত্যাধুনিক ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক (LPD) তৈরির জন্য খুব শীঘ্রই টেন্ডার জারি হতে পারে। এই ‘উভচর’ যুদ্ধজাহাজগুলি শত্রুপক্ষকে শুধু ভয় দেখাবে না, বরং যুদ্ধক্ষেত্রে সেনাদের সরাসরি উপকূলে নামাতেও সক্ষম।

জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চ পর্যায়ের বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদনের অপেক্ষায়। এই চুক্তি দেশের অন্যতম বৃহত্তম যুদ্ধজাহাজ নির্মাণ প্রকল্প হতে চলেছে। দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা সংস্থাগুলি, L&T, Mazagon Dockyards, এবং Cochin Shipyard; এই প্রকল্পে নেতৃত্ব দেবে। বিদেশি সংস্থা যেমন Navantia এবং Naval Group তাদের সাহায্য করতে পারে।

ব্যাঙের মতো ‘উভচর’ এই ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডকগুলি থেকে শুধু সেনা নয়, ড্রোন এবং দূরপাল্লার মিসাইলও উৎক্ষেপণ করা যাবে। যুদ্ধের সময় এগুলি এক একটি ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে কাজ করবে। তবে শুধু যুদ্ধ নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বা মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার কার্যক্রমেও এই জাহাজগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সূত্রের খবর, ভারতীয় নৌবাহিনীর ২০১৯ সালে জারি করা এক অনুরোধের প্রেক্ষিতেই এই বিপুল বিনিয়োগের প্রস্তুতি চলছে। এই পদক্ষেপ ভারতের নৌ-প্রতিরক্ষাকে আরও মজবুত করবে, তাতে কোনও সন্দেহ নেই।