AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Investment, Mutual Funds: কোন কোন মিউচুয়াল ফান্ড দারুণ রিটার্ন দিয়েছে জানেন?

Mutual Funds, Best Returns: মিউচুয়াল ফান্ড রিসার্চার ACE MF-এর তথ্য বলছে, গত তিন বছরে একাধিক ইক্যুইটি ফান্ড রয়েছে যারা তাদের বেঞ্চমার্ককে দারুণ ভাবে হারিয়ে দিয়েছে। আর এই হিসাব করতে গেলে আপনাকে জানতে হবে 'আপ ক্যাপচার রেশিও'।

Investment, Mutual Funds: কোন কোন মিউচুয়াল ফান্ড দারুণ রিটার্ন দিয়েছে জানেন?
| Updated on: Oct 03, 2025 | 8:53 PM
Share

পরপর একাধিক ধাক্কা কাড়িয়ে যখন ভারতের শেয়ার বাজার ঘুরে দাঁড়াচ্ছে তখন একটা প্রশ্ন আসতেই পারে, গত কয়েক বছরে কোন কোন মিউচুয়াল ফান্ড দারুণ রিটার্ন দিয়েছে? মিউচুয়াল ফান্ড রিসার্চার ACE MF-এর তথ্য বলছে, গত তিন বছরে একাধিক ইক্যুইটি ফান্ড রয়েছে যারা তাদের বেঞ্চমার্ককে দারুণ ভাবে হারিয়ে দিয়েছে। আর এই হিসাব করতে গেলে আপনাকে জানতে হবে ‘আপ ক্যাপচার রেশিও’।

আপ-ক্যাপচার রেশিও কী?

‘আপ-ক্যাপচার রেশিও’ হল সেই অনুপাত যেখানে বোঝা যায় কোনও মিউচুয়াল ফান্ড তার বেঞ্চমার্ক সূচকের অনুপাতে ঠিক কেমন কাজ করছে। এই অনুপাতকে ১০০ দিয়ে গুণ করে বের করা হয় আপ-ক্যাপচার রেশিও। যদি আপ-ক্যাপচার রেশিও ১০০ হয় তবে বুঝতে হবে ওই ফান্ড আর তার বেঞ্চমার্ক সূচকের রিটার্ন প্রায় একই। আর ১০০ পেরিয়ে গেলেই ওই ফান্ড হারিয়ে দেবে বেঞ্চমার্ককে।

শীর্ষে যে ৭ মিউচুয়াল ফান্ড:

  • বন্ধন স্মল ক্যাপ ফান্ড এই তালিকায় প্রথম স্থানে। এর আপ-ক্যাপচার রেশিও ১৫৪.১০। অর্থাৎ, এই মিউচুয়াল ফান্ড তার বেঞ্চমার্কের চেয়ে ১.৫৪ গুণ বেশি রিটার্ন দিয়েছে।
  • দ্বিতীয় স্থানে রয়েছে ইনভেস্কো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড। আপ-ক্যাপচার রেশিও ১৪৯.৭৬।
  • তৃতীয় স্থানে রয়েছে ইনভেস্কো ইন্ডিয়া স্মলক্যাপ ফান্ড, যার আপ-ক্যাপচার রেশিও ১৪০.৭৬। ইনভেস্কোর দুটি ফান্ড যথাক্রমে ১.৪৯ গুণ এবং ১.৪০ গুণ বেশি রিটার্ন দিয়েছে।
  • তালিকায় এর পরই রয়েছে জেএম ভ্যালু ফান্ড। এই ফান্ডের আপ-ক্যাপচার রেশিও ১৩৯.৩৪।
  • মোতিলাল অসওয়াল ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডের অনুপাত ১৩৭.৭৫। এই ট্যাক্স সেভার ফান্ডটি বেঞ্চমার্কের চেয়ে ১.৩৭ গুণ বেশি লাভ এনে দিয়েছে।
  • এছাড়াও, WOC মিড ক্যাপ ফান্ডের আপ-ক্যাপচার রেশিও ১৩৭.৪১ ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ডের আপ-ক্যাপচার রেশিও ১৩৬.৭০।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।