চেক ভাঙাতে লাগবে মাত্র ৩ ঘণ্টা, Reserve Bank Of India-এর হাত ধরে ভারতের পেমেন্ট ব্যবস্থায় আসতে চলেছে আমূল পরিবর্তন!
Reserve Bank of India: চেক ভাঙাতে অনেক দিন সময় লাগলেও এখন কোর ব্যাঙ্কিং এসে যাওয়ায় দুই থেকে তিনদিনের মধ্যেই চেক ভাঙিয়ে অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তবে এই প্রক্রিয়াকে আরও দ্রুত ও আরও মসৃণ করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক।

ব্যবসা ও একাধিক বড় বড় ক্ষেত্রে আমাদের দেশে অর্থনৈতিক লেনদেনের প্রধান মাধ্যম এখনও চেক। ফলে, রোজ প্রতিটা ব্যাঙ্কে চেকের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়। আগে চেক ভাঙাতে অনেক দিন সময় লাগলেও এখন কোর ব্যাঙ্কিং এসে যাওয়ায় দুই থেকে তিনদিনের মধ্যেই চেক ভাঙিয়ে অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তবে এই প্রক্রিয়াকে আরও দ্রুত ও আরও মসৃণ করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আগামী ৪ অক্টোবর থেকে এই চেক ক্লিয়ারেন্স নিয়ে এক নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। এই নিয়মের অধীনে চেক জমা হওয়ার ৩ ঘন্টার মধ্যেই তা ক্লিয়ার হয়ে যাবে ও টাকা অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। ফলে, চেকের মাধ্যমে দ্রুত টাকা লেনদেন করা যাবে। আর এই পদ্ধতি চালু হলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন মাঝারি ব্যবসায়ীরা, যাঁদের বেশিরভাগ পেমেন্টই চেকের মাধ্যমে হয়ে থাকে।
রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশিকায় জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় সকাল ১০টা থেকে বিকালু ৪টের মধ্যে চেক জমা দিলে, তবেই তা ৩ ঘণ্টার মধ্যে ক্লিয়ার হবে। বর্তমানে সারাদিনে, ২ দফায় চেক পাঠানো হয় ক্লিয়ারেন্সে। নতুন নিয়ম চালু হলে, জমা পড়ামাত্রই সেই চেক ক্লিয়ারিং হতে চলে যাবে।
