AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fighter Jet-এর ইঞ্জিন তৈরিতে এবার Japanese প্রযুক্তি! স্বাধীনতা দিবসের ভাষণে Modi-র মন্ত্রে উজ্জীবিত প্রতিরক্ষা গবেষকরা

Japan, Narendra Modi: স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে জেট ইঞ্জিন তৈরির বিষয় শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। এবার এই ব্যাপারে জাপান আগ্রহ প্রকাশ করায় যৌথভাবে এই জেট ইঞ্জিন তৈরি করতেই পারে ভারত।

Fighter Jet-এর ইঞ্জিন তৈরিতে এবার Japanese প্রযুক্তি! স্বাধীনতা দিবসের ভাষণে Modi-র মন্ত্রে উজ্জীবিত প্রতিরক্ষা গবেষকরা
চাপ বাড়বে চিন-পাকিস্তানেরImage Credit: Russia Defence Ministry
| Updated on: Aug 18, 2025 | 5:02 PM
Share

দেশের মাটিতে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করতে অনেক বছর ধরেই চেষ্টা চালাচ্ছে ভারতের DRDO বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে জেট ইঞ্জিন তৈরির বিষয় শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও। যদিও ভারতের প্রচেষ্টা, কাবেরী ইঞ্জিন এখনও সফল হয়নি। আর সেই কারণেই এতদিন ব্রিটেন ও ফ্রান্সের সাহায্য চাইছিল ভারত। আর এবার এই ব্যাপারে জাপান আগ্রহ প্রকাশ করায়, ওয়াকিবহাল মহল মনে করছে, এবার জাপানের এই আগ্রহে সায় দিতে পারে ভারত।

উল্লেখ্য, ভারত নিজের প্রচেষ্টায় রকেটের ইঞ্জিন বানিয়ে ফেলেছে। সেই রকেট অন্যান্য দেশের মহাকাশ গবেষণা সংস্থার থেকে অনেক সস্তায় একাধিক কৃত্রিম উপগ্রহকে মহাকাশে প্রতিস্থাপিতও করেছে। তবে জেট ইঞ্জিনে সেই সাফল্য এখনও অর্জন করতে পারেনি ভারত। আর এবার জাপান আগ্রহ প্রকাশ করায়, সেদিকেও আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে আমাদের দেশ।

ইতিমধ্যেই ভারতের সঙ্গে হাত মিলিয়ে ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করার বার্তা দিয়েছে ব্রিটিশ সংস্থা রোলস রয়েস ও ফ্রান্সের সংস্থা সাফরান। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর এই দৌড়ে এবার ঢুকে গিয়েছে জাপানও। ডিআরডিও বা দেশের কোনও বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে জেট ইঞ্জিন তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ।

ভারতের বুলেট ট্রেনের প্রযুক্তিগত সহায়তা দিতে পিছপা হয়নি টোকিও। তাদের হাত ধরেই এই দেশে বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখছে কেন্দ্র। এ বার যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতেও কি ভারতের পাশেই থাকবে জাপান? এর উত্তর জানে সময়ই।