Amazon, Flipkart -এ কোটি কোটি টাকার ব্যবসা! ‘স্ট্র্যাটেজি’ বদলাতে হচ্ছে মেহুল চোকসিদের
Jewellers: গত বছর কেন্দ্রীয় সরকার সোনার বার ও কয়েন রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় অ্যামাজন, ফ্লিপকার্ট, ইবে-র মতো সাইটে গয়নার বিক্রি বেড়েছে।
মুম্বই: হাতে নিয়ে পরখ করে দেখে তবেই কিনতে হবে সোনার গয়না, এই সব দিন শেষ। এখন ঘরে বসে অনলাইনেই কিনে নেওয়া যায় গলার হার থেকে হীরের আংটি। ই কমার্স সাইটে গয়নার ব্যবসা এতটাই বেড়েছে যে সব কৌশল বদলাতে হচ্ছে ব্যবসায়ীদের। দেশের বড় জুয়েলারি ব্যবসায়ীদেরকেও ভাবতে হচ্ছে কোন মাধ্যমে বিক্রি করা হবে সোনার গয়না।
বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী তিন বছরে ই কমার্সের মাধ্যমে অন্তত ২০০ কোটির গয়নার ব্যবসা হবে। দেশের অন্যতম বড় জুয়েলারি সংস্থা গীতাঞ্জলি জেমস লিমিটেড বর্তমানে মাত্র ১ শতাংশ গয়না বিক্রি করে অনলাইনে। আগামিদিনে সেই হার বেড়ে ২০ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। এই সম্ভাবনা দেখেই গত বছর ‘ব্লুস্টোন’ স্টোরের উদ্বোধন করেছিলেন রতন টাটা।
গত বছর কেন্দ্রীয় সরকার সোনার বার ও কয়েন রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় অ্যামাজন, ফ্লিপকার্ট, ইবে-র মতো সাইটে গয়নার বিক্রি বেড়েছে।
গীতাঞ্জলি-র কর্ণধার মেহুল চোকসি জানিয়েছেন, আগে ভারতীয় ক্রেতারা গয়না ছুঁয়ে দেখে কিনতে পছন্দ করতেন। কিন্তু ক্রেতাদের পছন্দ বদলাচ্ছে দ্রুত। তাই সব ই কমার্স সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গীতাঞ্জলি ভারতের অন্যতম বড় সংস্থা, যারা সোনা, হীরে সবই বিক্রি করে। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
‘ব্লুস্টোন’ সংস্থাও মনে করছে, আগামী পাঁচ বছরে ২৫০ কোটি ডলারের ব্যবসা হবে অনলাইনে।