AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubman Gill: শুভমনের ক্ষণিকের ভুল, ভারতীয় বোর্ডকে গুনতে হতে পারে কোটি কোটি টাকার মাসুল!

India Vs England, 2025: দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ভারত ডিক্লেয়ার করে। আর এখানেই তিনি করে বসেন বিরাট এই ভুল।

Shubman Gill: শুভমনের ক্ষণিকের ভুল, ভারতীয় বোর্ডকে গুনতে হতে পারে কোটি কোটি টাকার মাসুল!
Image Credit: Stu Forster/Getty Images
| Updated on: Jul 07, 2025 | 7:20 PM
Share

ইংল্যান্ড সফরে ব্যাট হাতে একাধিক রেকর্ড ভেঙেছেন ভারত অধিনায়ক শুভমন গিল। কিন্তু এজবাস্টন টেস্টের চতুর্থ দিন এমন এক কাজ করেছেন তিনি, তাতে বেশ চাপে পড়েছে ভারতীয় বোর্ড। সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে পারে বিসিসিআই।

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ভারত ডিক্লেয়ার করে। তখন অধিনায়ক শুভমন ড্রেসিংরুম থেকে ব্যালকনিতে গিয়ে মাঠ থেকে দুই ব্যাটারকে ডেকে নেন। আর এখানেই তিনি করে বসেন বিরাট এই ভুল। এই সময় তাঁর পরনে ছিল একটু কালো ফুলস্লিভ ইনার। আর এই ইনারে ছিল নাইকির লোগো।

এই সেই নাইকির লোগো দেওয়া ফুলস্লিভ ইনার।

ভারতীয় দলের জার্সি স্পনসর হচ্ছে অ্যাডিডাস। ২০২৮ সালের মার্চ পর্যন্ত এই চুক্তি রয়েছে। আর ৪ বছর ৯ মাসের জন্য মোট ৩০০ কোটি টাকা পাবে ভারতীয় দল। কিন্তু অধিনায়কের পরনে প্রতিদ্বন্দ্বী নাইকির পোশাক থাকলে তা যে অ্যাডিডাস ভাল ভাবে মেনে নেবে না সেটা বলাই যায়। এর ফল স্বরূপ কী পদক্ষেপ করবে অ্যাডিডাস, সেটা নিয়ে অবশ্য কৌতুহলের অন্ত নেই সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে, এই কারণে যদি অ্যাডিডাস বোর্ডের সঙ্গে চুক্তি ভঙ্গ করে তাহলে কিন্তু বিরাট লোকসানের মুখে পড়বে বিসিসিআই।

উল্লেখ্য, ২০২০-এর ইউরো কাপের একটি প্রেস কনফারেন্সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোকাকোলার বোতল তাঁর সামনে থেকে সরিয়ে দিয়েছিলেন। আর এতে কোকাকোলা কোম্পানির ক্ষতি হয়েছিল প্রায় ৪ বিলিয়ন ডলারের।