Starbucks: এক কাপ কফির দাম ৩০০ টাকা, সেই স্টারবাকস-এর CEO-র বেতন কত জানেন
Starbucks CEO: স্টারবাকস-এর রিপোর্ট অনুসারে, ব্রায়ান নিকলের বেতনের মধ্যে আবাসনে থাকার খরচ, যাতায়াতের খরচ ভাতা এবং ব্যক্তিগত ব্যবহারের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। বাড়ির জন্য তিনি পান ১ লক্ষ ৪৩ হাজার ডলার।
নয়া দিল্লি: গুগল-এর সিইও সুন্দর পিচাই এবং অ্যাপল-এর সিইও টিম কুকের বেতন নিয়ে চর্চা হয়েছে বিভিন্ন সময়ে। বিশ্বের সবথেকে দামি সিইও-দের তালিকায় এদের নাম প্রথমেই আসে। তবে শুধুই কি পিচাই বা কুক? এমন অনেকেই আছেন, যাঁদের বেতন এদের থেকেও বেশি। ঠিক যেমন ‘স্টারবাকস’। তাদের কফিশপে কফি খেতে ভিড় করেন অনেকেই। কফির দামও অন্যান্য জায়গার তুলনায় বেশি। এক কাপের দাম ৩০০ বা ৩৫০ টাকা। তবে সেই সংস্থার উচ্চপদস্থ কর্তারা যে কত বেতন পান, তা জানলে অবাক হতে হবে। জানা গিয়েছে, স্টারবাকস-এর সিইও সুন্দর পিচাইয়ের থেকেও বেশি বেতন পান।
স্টারবাকস-এর সিইও ব্রায়ান নিকোল মাত্র চার মাস আগে কোম্পানিতে যোগ দিয়েছেন। রিপোর্ট বলছে, তাঁর বার্ষিক আয়ের প্যাকেজ ১১৩ মিলিয়ন ডলার। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কোম্পানিতে যোগ দিয়েছেন তিনি। এক মাস কাজ করার পর ৫ মিলিয়ন ডলারের জয়েনিং বোনাসও পেয়েছেন তিনি।
সুন্দর পিচাই এবং টিম কুকের আয়ের বার্ষিক প্যাকেজ প্রায় ৭৫ মিলিয়ন বা ৭ কোটি ৫০ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে … টাকা। আর স্টারবাকস-এর সিইও ব্রায়ান নিকোল গত চার মাসে ৯৬ মিলিয়ন ডলার করে বেতন পেয়েছেন, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮২৭ কোটি টাকা। জানা যায়, সপ্তাহে ৩ দিন অফিসে যান ব্রায়ান নিকোল। হিসেব বলছে, একদিন অফিসে যাওয়ার জন্য তিনি প্রায় ৬৮ কোটি টাকা আয় করেন।
স্টারবাকস-এর রিপোর্ট অনুসারে, ব্রায়ান নিকলের বেতনের মধ্যে আবাসনে থাকার খরচ, যাতায়াতের খরচ ভাতা এবং ব্যক্তিগত ব্যবহারের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। বাড়ির জন্য তিনি পান ১ লক্ষ ৪৩ হাজার ডলার। অন্যদিকে, ব্যক্তিগত ব্যবহারের জন্য ১৯ হাজার ডলার পান তিনি। এছাড়া সংস্থা তাঁকে ভ্রমণের জন্য একটি ব্যক্তিগত জেটও দিয়েছে।