Budget 2025: আউটডোরে ডাক্তার দেখাতে গিয়ে ফতুর হয়ে গিয়েছেন! এবার বিমার কভারেজ পাওয়া যাবে ওপিডিতেও? অপেক্ষা বাজেট ঘোষণার
Budget 2025 Expectation: স্বাস্থ্যক্ষেত্রে বরাবরই জোর দিয়েছে মোদী সরকারের। করোনাকালের পর সেই গুরুত্ব আরও বেড়েছে। বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ ও সংস্কারের উপরই নির্ভর করে সাধারণ মানুষের জন্য কতটা সহজলভ্য ও ভাল স্বাস্থ্যপরিষেবা পাওয়া যাবে।
নয়া দিল্লি: সামনেই বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছ থেকে কী প্রত্য়াশা সাধারণ মানুষের? কয়েক বছর আগেও করছাড়, রেল, শিল্প, পরিকাঠামোয় বরাদ্দ বৃদ্ধির মতো দাবিই রাখত সাধারণ মানুষ। তবে করোনাকালের পর এই তালিকায় সংযোজন হয়েছে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি। শুধু তো বরাদ্দ বৃদ্ধি নয়, স্বাস্থ্য সংক্রান্ত আরও একাধিক দাবি-দাওয়া রয়েছে। সরকার কী এই প্রত্যাশা পূরণ করতে পারবে?
স্বাস্থ্যক্ষেত্রে বরাবরই জোর দিয়েছে মোদী সরকারের। করোনাকালের পর সেই গুরুত্ব আরও বেড়েছে। বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ ও সংস্কারের উপরই নির্ভর করে সাধারণ মানুষের জন্য কতটা সহজলভ্য ও ভাল স্বাস্থ্যপরিষেবা পাওয়া যাবে। বিশেষ করে জনস্বাস্থ্য ইমার্জেন্সির ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য বাজেটে স্বাস্থ্যক্ষেত্রকে গুরুত্ব দেওয়া জরুরি।
এবারের বাজেটে স্বাস্থ্যে যে প্রত্যাশাগুলি উঠে এসেছে-
১. মেডিসিনে রিসার্চ ও উন্নয়নের প্রয়োজন-
কোভিড-১৯ এসে গোটা বিশ্বকে শিক্ষা দিয়েছে ভ্যাকসিন, ওষুধ নিয়ে আরও গবেষণার প্রয়োজন। বায়োফার্মাসিউটিক্যাল সেক্টরে উন্নয়ন ও আত্মনির্ভরতা তৈরি করতে দেশীয় গবেষণায় আরও ফান্ডিং বাড়ানোর প্রয়োজন।
২. স্বাস্থ্যবিমার কভারেজ বৃদ্ধি-
শুধুমাত্র হাসপাতালে ভর্তির ক্ষেত্রেই নয়, আউটডোর বা ওপিডি রোগীদেরও স্বাস্থ্যবিমার কভারেজের অধীনে আনার দাবি জানানো হচ্ছে অনেকদিন ধরেই। এবারও সেই দাবি জানানো হয়েছে।
৩. মেডিক্যাল ডিভাইসে জিএসটি কমানো-
সময় যত এগোচ্ছে, রোগও ততই জটিল হচ্ছে। বর্তমানে বাড়িতেই অনেকের চিকিৎসা সামগ্রীর প্রয়োজন হয়। এছাড়া হাসপাতাল, ক্লিনিকগুলিতেও অত্যাধুনিক চিকিৎসা সামগ্রীর প্রয়োজন পড়ছে। বিদেশ থেকে যে চিকিৎসা সামগ্রীগুলি আনা হয়, তার উপর জিএসটি ও কাস্টম ডিউটি বা শুল্ক কমানোর দাবি জানানো হয়েছে এবারের বাজেটে।
৪. রোবোটিক্স-অ্যাডভান্সড ডায়গনস্টিসে জোর-
এখন রোবটই অস্ত্রোপচার করছে। এই বাজেটে তাই রোবোটিক্স, অ্যাডভান্সড ডায়গনস্টিক, রিজেনেরেটিভ মেডিসিন গবেষণার উপরে জোর দেওয়ার দাবি জানানো হয়েছে।
৫. প্যান্ডেমিক প্রস্তুতি-
করোনা একবার এসে শিক্ষা দিয়েছে রোগ প্রতিরোধ বা বড় মাপের জনস্বাস্থ্য বিপর্যয় ঘটলে তার আগে থেকে প্রস্তুতি থাকা প্রয়োজন। সেই কারণেই এবারের বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়েছে ভবিষ্যতে এমন বিপর্যয় ঘটলে, যাতে মোকাবিলা করা যায়, সেই প্রস্তুতির জন্য।