প্য়ান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে আগামী ১ এপ্রিল থেকে তা নিষ্ক্রিয় হয়ে যাবে। শনিবার আয়কর দফতর এই বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে। ডেডলাইনের আগে নাগরিকদের তাড়াতাড়ি আধার নম্বরের সঙ্গো প্য়ান লিঙ্ক করার জন্য বলেছে।
এদিকে কোথাও নাগরিকরা আধার নম্বর শেয়ার করতে না চাইলে তার জন্যও বিকল্প রেখেছে UIDAI। ভার্চুয়াল আইডেন্টিফায়ার তৈরি করার সুবিধাও দেওয়া হয়। এছাড়া বায়োমেট্রিক লকিংয়ের পাশাপাশি আধার লকিংয়ের সুবিধা দিয়ে থাকে UIDAI।
এদিকে আগে ঘোষণা করা হয়েছিল, অসম, জম্মু ও কাশ্মীর এবং মেঘালয়ের বাসিন্দাদের যাঁদের আধার কার্ড নেই তাঁদের এই লিঙ্ক করাতে হবে না।
কোনও আধার কার্ড হোল্ডার UIDAI-র ওয়েবসাইট থেকেই আধার পিভিসি কার্ড ডাউনলোড করতে পারেন। সম্প্রতি UIDAI নিরাপদ ও নিরাপত্তার সঙ্গে আধার পিভিসি কার্ড পাওয়ার প্রক্রিয়া নিয়ে এসেছে। UIDAI নিজে এই কার্ড হোল্ডারদের ঠিকানায় পাঠিয়ে দেবে।
প্রতীকী ছবি