Amul Price Cut: দুর্গাপুজোর আগেই ৭০০ প্রোডাক্টের দাম কমিয়ে দিল Amul, কোন জিনিসের কত দাম হচ্ছে, জেনে নিন
Amul Products: গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, যারা আমুল ব্রান্ড নামে দুগ্ধজাত পণ্য বিক্রি করে, তারা ঘোষণা করেছে যে জিএসটি স্ল্যাবে পরিবর্তনের পর ৭০০-রও বেশি পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘি, মাখন, দুধ, আইসক্রিম, চিজ, পনির, চকোলেট, কনডেন্সড মিল্ক, পিনাট স্প্রেড, ফ্রোজেন স্ন্য়াক্স, বিভিন্ন বেকারি পণ্য ও মল্ট ভিত্তিক ড্রিঙ্কের দাম কমতে চলেছে আগামিকাল থেকে।

নয়া দিল্লি: উৎসবের মরশুম মানেই যেমন দিন-রাত ঘুরে প্যান্ডেল হপিং, সঙ্গে দারুণ খাওয়া-দাওয়া। পুজোর মুখেই বিরাট সুখবর। একধাক্কায় ৭০০ পণ্যের দাম কমাল আমুল। জিএসটির স্ল্যাবে বদল হওয়ার পরই দামে এই পরিবর্তন। আগামিকাল, ২২ সেপ্টেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হতে চলেছে।
গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, যারা আমুল ব্রান্ড নামে দুগ্ধজাত পণ্য বিক্রি করে, তারা ঘোষণা করেছে যে জিএসটি স্ল্যাবে পরিবর্তনের পর ৭০০-রও বেশি পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘি, মাখন, দুধ, আইসক্রিম, চিজ, পনির, চকোলেট, কনডেন্সড মিল্ক, পিনাট স্প্রেড, ফ্রোজেন স্ন্য়াক্স, বিভিন্ন বেকারি পণ্য ও মল্ট ভিত্তিক ড্রিঙ্কের দাম কমতে চলেছে আগামিকাল থেকে।
| পণ্য | ওজন | আগের দাম | নতুন দাম |
| আমুল মাখন | ১০০ গ্রাম | ৬২ টাকা | ৫৮ টাকা |
| আমুল ঘি | ১ লিটার | ৬৫০ টাকা | ৬১০ টাকা |
| আমুল প্রসেসড চিজ ব্লক | ১ কেজি | ৫৭৫ টাকা | ৫৪৫ টাকা |
| পনির | ২০০ গ্রাম | ৯৯ টাকা | ৯৫ টাকা |
| আমুল তাজা টোনড দুধ | ১ লিটার | ৭৭ টাকা | ৭৫ টাকা |
| আমুল গোল্ড দুধ | ১ লিটার | ৮৩ টাকা | ৮০ টাকা |
| আমুল ডার্ক চকোলেট | ১৫০ গ্রাম | ২০০ টাকা | ১৮০ টাকা |
| আমুল চকো মিনিজ | ২৫০ গ্রাম | ৪৪০ টাকা | ৪০০ টাকা |
| আমুল বাটার কুকিজ | ২০০ গ্রাম | ৭৫ টাকা | ৬৫ টাকা |
| আমুল সুগার ফ্রি কুকিজ | ৪৫০ গ্রাম | ২৫০ টাকা | ২২৫ টাকা |
| আমুল মিঠাই মেট | ৪০০ গ্রাম | ১৩০ টাকা | ১২০ টাকা |
| আমুল ফ্রেঞ্চ ফ্রাই | ১.২৫ কেজি | ৪০৫ টাকা | ৩৬৫ টাকা |
| আমুল ভ্যানিলা টাব | ১ লিটার | ১৯৫ টাকা | ১৩৫ টাকা |
| কুলফি পঞ্জাবী | ৬০ এমএল | ১৫ টাকা | ১০ টাকা |
| স্ট্রবেরি কাপ | ৫৫ এমএল | ২০ টাকা | ১০ টাকা |
পুজোর মুখেই আমুলের একাধিক পণ্যের দাম কমায় উপকৃত হবেন গ্রাহকরা।
