GST 2.0: বদলাচ্ছে জিএসটি, কিছু কেনার আগে দু’বার দাম দেখে নিন!
Next Gen GST: নতুন এই কর কাঠামোয় উধাও হয়েছে ১২ ও ২৮ শতাংশের ট্যাক্স স্ল্যাব। ফলে, চাপ কমবে মধ্যবিত্তর পকেটে। আর ঠিক সেটাই চাইছে সরকার। কিন্তু ঠিক কতটা চাপ কমবে?

১৫ অগস্ট প্রধানমন্ত্রীর ঘোষণার পরই জানা গিয়েছিল কমছে জিএসটি। নেক্সট জেনারেশন জিএসটি বা জিএসটি ২.০ চালু হচ্ছে ২২ সেপ্টেম্বর থেকে। আর নতুন এই কর কাঠামোয় উধাও হয়েছে ১২ ও ২৮ শতাংশের ট্যাক্স স্ল্যাব। ফলে, চাপ কমবে মধ্যবিত্তর পকেটে। আর ঠিক সেটাই চাইছে সরকার। কিন্তু ঠিক কতটা চাপ কমবে?
জিএসটি কমলে পুরনো স্টকের কী হবে?
জিএসটি কমবে। একাধিক পণ্যের দামও কমবে। তাহলে কী হবে পুরনো স্টকের? এই বিষয়ে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে পুরোনো প্যাকেজিংয়ে যে MRP বা Maximum Retail Price লেখা রয়েছে, তা বদলাতে হবে। এই জায়গায় কিছুটা স্বস্তিও পেয়েছে বিভিন্ন কোম্পানি। সরকার জানিয়েছে, পুরোনো যা স্টক রয়েছে, সেখানে নতুন দামের স্টিকার বা স্ট্যাম্প লাগাতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে পুরনো MRP দেখা যায়। ফলে, কোনও পণ্য কেনার আগে একবার দেখে নিতে হবে সেই পণ্যের আগে কত দাম ছিল আর নতুন জিএসটি অনুযায়ী কত দাম হয়েছে।
এমনকি অনেক সংস্থার কাছে পুরনো প্যাকেজিং রয়ে গিয়েছে। যেখানে পুরনো দাম প্রিন্ট করা রয়েছে। সরকার জানিয়েছে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এই পুরনো প্যাকেজিং ব্যবহার করা যাবে। যদিও সেখানে স্টিকার মেরে নতুন দাম লাগিয়ে দিতে হবে।
এর প্রভাব কী?
কর কাঠামোর এই পরিবর্তনের সবচেয়ে বড় লক্ষ্য হল বাজারকে চাঙ্গা করা। বিশেষ করে উৎসবের মরসুমের আগে এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। দৈনন্দিন ব্যবহার্য জিনিস যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্টের দাম কমবে। এছাড়া এসি, টিভি, রেফ্রিজারেটর, এমনকি ছোট গাড়ির দামও কমবে। প্রায় ৪০০-এরও বেশি পণ্যের উপর থেকে করের বোঝা কমানো হয়েছে। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি কোনও ব্যবসায়ী দাম না কমায় তাহলে তা ‘অনৈতিক’। নতুন GST কাঠামোয় খরচ কমবে সাধারণ মানুষের। সঙ্গে চাঙ্গা হবে দেশের অর্থনীতিও।
