Next Gen GST: নয়া GST, কতটা সস্তা হবে গাড়ি ও বাইক?
GST 2.0: যে সব মোটর বাইকের ইঞ্জিনের আয়তন ৩৫০ সিসি বা তার কম, জিএসটি কমছে সেই সব মোটর বাইকের উপরও। উদাহরণস্বরূপ বলা যায়, রয়্যাল এনফিল্ড মিটিয়র ৩৫০-এর দাম কমতে পারে প্রায় ২০ হাজার টাকা।

আচ্ছা বান্ধবী বা স্ত্রীকে একটা দারুণ বাইকে বসিয়ে পুজোয় ঘোরার খুব ইচ্ছা? তাহলে এই পুজোতে সেই ইচ্ছাপূরণ করে ফেলতে পারেন। কারণ, এই পুজোর আগেই নতুন জিএসটি চালু হওয়ায় এক ধাক্কায় কমছে একাধিক বাইক ও পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির কর।
এ ছাড়াও জিএসটি কমছে পেট্রোল বা হাইব্রিড গাড়ির। যে সব গাড়ির ইঞ্জিন ১২০০ সিসির থেকে কম ও গাড়ির দৈর্ঘ্য ৪ মিটারের কম সেই সব গাড়ির উপর জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হয়েছে ১৮ শতাংশ। একই হারে কর কমেছে ৪ মিটারের কম দৈর্ঘ্যের ও ১৫০০ সিসির চেয়ে কম ইঞ্জিনের গাড়িরও।
যে সব মোটর বাইকের ইঞ্জিনের আয়তন ৩৫০ সিসি বা তার কম, জিএসটি কমছে সেই সব মোটর বাইকের উপরও। উদাহরণস্বরূপ বলা যায়, রয়্যাল এনফিল্ড মিটিয়র ৩৫০-এর দাম কমতে পারে প্রায় ২০ হাজার টাকা। তবে এর চেয়ে বড় গাড়ি বা বাইকের উপর বাড়তে চলেছে কর। জানা গিয়েছে, সেই সব গাড়ি বা বাইকের উপর ৪০ শতাংশ কর বসাবে কেন্দ্র।
তবে, এই সব পণ্যের দাম যে কমবে, এতে চাপ কমবে আম জনতার পকেটে। যে ছেলেটি পুজোয় বান্ধবীকে মিটিয়রে চাপিয়ে ঘোরানোর পরিকল্পনা করেছিল, তারও খরচ কমবে অনেকটাই।
