AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দ্বিগুণ ভাড়া দিতে হবে Ola-Uber-এ, ক্যানসেল করলেও পকেট ফাঁকা হবে আপনারই!

App Cab Rules: যদি বিনা কারণে ড্রাইভার রাইড বুকিং ক্যানসেল করে দেন, তাহলে ভাড়ার ১০ শতাংশ তাঁর পকেট থেকে নেওয়া হবে জরিমানা বাবদ। তবে তা ১০০ টাকার বেশি হবে না।

দ্বিগুণ ভাড়া দিতে হবে Ola-Uber-এ, ক্যানসেল করলেও পকেট ফাঁকা হবে আপনারই!
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Jul 02, 2025 | 12:09 PM
Share

নয়া দিল্লি: ওলা, উবার চড়ে অফিসে যান? দরকারে মোবাইল অ্যাপ ক্যাবই ভরসা? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। খরচ বাড়তে চলেছে ওলা, উবারের মতো অ্যাপ ক্যাবে যাতায়াতের। পিক আওয়ার অর্থাৎ ব্যস্ত সময়ে ক্যাবগুলি দ্বিগুণ ভাড়া নিতে পারবে। এই প্রস্তাবে মান্যতা দিল কেন্দ্রই।

অফিস টাইমে বা ফেরার সময়ে অনেক সময়ই ক্যাবগুলি বেশি ভাড়া যায়। আগে তা সর্বাধিক দেড়গুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া যেত। মোটর ভেহিকেল অ্যাগ্রিগেটর গাইডলাইস ২০২৫-র নতুন নিয়ম অনুযায়ী, ব্যস্ত সময়ে এবার থেকে ওলা-উবার দেড়গুণ নয়, দ্বিগুণ ভাড়া নিতে পারবে। অন্যদিকে, নন-পিক আওয়ার অর্থাৎ যে সময়ে একদমই ভিড় বা যানজট হয় না, তখনও ৫০ শতাংশের কম ভাড়া নিতে পারবে না।

মঙ্গলবার সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের গাইডলাইনে জানানো হয়েছে  যে যদি বিনা কারণে ড্রাইভার রাইড বুকিং ক্যানসেল করে দেন, তাহলে ভাড়ার ১০ শতাংশ তাঁর পকেট থেকে নেওয়া হবে জরিমানা বাবদ। তবে তা ১০০ টাকার বেশি হবে না। একই জরিমানার নিয়ম কার্যকর হবে যাত্রীদের জন্যও, যদি তারা বিনা কারণে রাইড ক্যানসেল করে দেন।

সমস্ত রাজ্যকে এই নতুন গাইডলাইন আগামী তিন মাসের মধ্যে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে কেন্দ্রের তরফে বলা হয়েছে, “রাজ্য সরকার গাড়ির ক্লাস বা ক্যাটেগরি অনুযায়ী বেসিক ভাড়া স্থির করবে। যাত্রীদের এই ভাড়াই দিতে হবে।”

বেস ফেয়ার বা ন্যূনতম ভাড়ার মধ্যে ৩ কিলোমিটারের ভাড়া অন্তর্ভুক্ত থাকবে। যাত্রীবিহীন গাড়ি যে দূরত্ব অতিক্রম করে, কিংবা প্যাসেঞ্জারকে তোলার জন্য যে দূরত্ব যেতে হয়, তাকে ডেড মাইলেজ বলে। এর ক্ষতিপূরণ হিসাবেই ন্যূনতম ভাড়া ধার্য করা হবে। তবে সব যাত্রীদের এই ডেড মাইলেজের চার্জ দিতে হবে না। একমাত্র যারা ৩ কিলোমিটারের কম দূরত্ব বুকিং করবে, তখনই তাদের ডেড মাইলেজের চার্জ দিতে হবে।

ভিড় বা ব্যস্ততার সময়ে আসল ভাড়ার দ্বিগুণ এবং কম ব্যস্ততার সময়ে বেসিক ভাড়ার তুলনায় ৫০ শতাংশ পর্যন্ত কম ভাড়া নিতে পারবে অ্যাপ ক্যাব এগ্রিগেটররা।

অন্যদিকে, যাত্রীদের জন্য একটা ভাল খবরও রয়েছে। এবার থেকে যাত্রীদের জন্য এগ্রিগেটরকে ন্যূনতম ৫ লক্ষ টাকা ইনসুরেন্স করাতে হবে বাধ্যতামূলকভাবে। গাড়ি দুর্ঘটনা ঘটলে, এই টাকা পাবেন যাত্রীরা।