Old Car Scrapping: নতুন গাড়ি কিনবেন? পুরনো গাড়ি থাকলে এক ধাক্কায় অনেকটাই কমে যাবে আপনার গাড়ি কেনার খরচ!
Scrap You Old Car: পুরনো গাড়ি ফেলে নষ্ট না করে, বিশেষজ্ঞরা বলে থাকেন স্ক্র্যাপ করে দিতে। কিন্তু গাড়ি স্ক্র্যাপ করা মানেই কি সব শেষ? একদমই নয়। বরং পুরনো গাড়ি স্ক্র্যাপ করে দেওয়া একটি নতুন ভোরের মতো একটি নতুন শুরু।

বাড়ির এক কোণে দাঁড়িয়ে রয়েছে আপনার বহু বছরের প্রিয় গাড়িটা। সিএফ মেলেনি, তাই রাস্তায় নামার অনুমতিও নেই। শুধু মরচে ধরে নষ্ট হচ্ছে। এদিকে সরকারের নিয়মও দিন দিন কড়া হচ্ছে। এই পরিস্থিতিতে পুরনো গাড়ি নিয়ে কী করবেন, তা নিয়ে চিন্তায় অনেকেই। গাড়ি করে বাবা-মা বা স্ত্রী সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া থেকে প্রথম ফাইন দেওয়া, কতই না স্মৃতি জড়িয়ে রয়েছে এই গাড়ির সঙ্গে।
পুরনো গাড়ি ফেলে নষ্ট না করে, বিশেষজ্ঞরা বলে থাকেন স্ক্র্যাপ করে দিতে। কিন্তু গাড়ি স্ক্র্যাপ করা মানেই কি সব শেষ? একদমই নয়। বরং পুরনো গাড়ি স্ক্র্যাপ করে দেওয়া একটি নতুন ভোরের মতো একটি নতুন শুরু। এই প্রক্রিয়ায় আপনার গাড়ির বিভিন্ন অংশকে নতুন জীবন দেওয়া হয়। গাড়ির লোহা দিয়ে তৈরি হতে পারে নতুন ওয়াশিং মেশিন, সাইকেল বা এমনকি ফুলের টব।
আমাদের দেশে একাধিক সংস্থা গাড়ি স্ক্র্যাপ করে। বাহন পোর্টালে এই সব সংস্থা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যায়। এই সংস্থাগুলো সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা RC বাতিল করে। যাতে আপনার পুরনো গাড়ির কোনও অপব্যবহার না হয়।
এর বদলে আপনিও আর্থিকভাবে লাভবান হবেন। আপনাকে একটি ‘সার্টিফিকেট অফ ডিপোজিট’ পাবেন, যা দিয়ে নতুন গাড়ি কেনার সময় রোড ট্যাক্সে ছাড় পেতে পারেন। গাড়ি না কিনলে, ওই সার্টিফিকেট বিক্রি করেও দেওয়া যায়।
সুতরাং, পুরনো গাড়িকে বোঝা ভাববেন না। মনে করুন একটি পুরনো গাড়ি থেকে আপনি কীভাবে আর্থিকভাবে লাভবান হতে পারবেন। আর এতে পরিবেশও বাঁচবে। জায়গা খালি হবে ও আপনার পকেটও ভরবে।
