Patanjali Share Price: শেয়ারের পতন! তবুও পতঞ্জলির শেয়ার কেনার পরামর্শ জেফারিসের!
Share Price Target, Patanjali: ৬০০ টাকার নীচে নামা পতঞ্জলির শেয়ারের জন্য নতুন টার্গেট প্রাইস সেট করল জেফারিল। একই সঙ্গে এই শেয়ারে যোগ হল 'BUY' রেটিং। মূলত উন্নত ভোজ্য তেল বিক্রয়, উৎসবের মরসুমে চাহিদা বৃদ্ধি ও মূল ব্যবসাগুলিতে স্থিতিশীল মার্জিন বৃদ্ধির উপর ভরসা রেখেই এই বড় ঘোষণা।

বুধবার শেয়ার বাজারে সামান্য পতন সত্ত্বেও পতঞ্জলি ফুডস-এর ভবিষ্যৎ নিয়ে বড়সড় বাজি ধরল বিশ্বের অন্যতম সেরা ব্রোকারেজ সংস্থা জেফারিস। ৬০০ টাকার নীচে নামা এই শেয়ারের জন্য তারা নতুন টার্গেট প্রাইস দিল ৬৯৫ টাকা। একই সঙ্গে এই শেয়ারে যোগ হল ‘BUY’ রেটিং। মূলত উন্নত ভোজ্য তেল বিক্রয়, উৎসবের মরসুমে চাহিদা বৃদ্ধি ও মূল ব্যবসাগুলিতে স্থিতিশীল মার্জিন বৃদ্ধির উপর ভরসা রেখেই এই বড় ঘোষণা।
প্রথম ত্রৈমাসিকের দুর্বলতাকে অস্থায়ী বলে ব্যাখ্যা করেছে জেফারিস। রিপোর্টে স্পষ্ট, অপরিশোধিত ভোজ্য তেলে সরকারের শুল্ক কমানোর ফলেই শেয়ারের দাম কমেছিল, যা এখন কেটে গিয়েছে। আগামী ত্রৈমাসিকগুলিতে তাই ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত পতঞ্জলি।
ব্রোকারেজের বেস সিনারিও বলছে, ২০২৫-২৮ অর্থবর্ষের মধ্যে সংস্থার আয় ৯ শতাংশ হারে বাড়বে। আর সংস্থার EPS গ্রোথ হবে ১৯ শতাংশ। অন্যদিকে, খাদ্য ও ব্যক্তিগত পরিচর্যা সেগমেন্টেও বড় লাফ দেখা যাচ্ছে। নভেম্বর ২০২৪-এর অধিগ্রহণের পর পার্সোনাল কেয়ার ব্যবসা বাড়তে পারে ১৫ শতাংশ হারে। জিএসটি কমার সুবিধা এবার ঘি, বিস্কুট এবং সাবানের মতো গুরুত্বপূর্ণ পণ্যগুলিতেও দেখা যাবে।
তবে ভোজ্য তেলের ব্যবসায় মধ্যমেয়াদে সামান্য, এক-অঙ্কের বৃদ্ধি দেখা গেলেও আয়ুর্বেদিক পণ্যগুলিতে উৎসবের মরসুমের চাহিদা দ্রুত বৃদ্ধি ঘটাবে। সব মিলিয়ে, দেশীয় পণ্যের এই উত্থান আগামী ৩–৬ মাসে বিনিয়োগকারীদের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে।
